আখাউড়ায় ৮০০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০০০(আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। (১৮ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এসময় মোঃ তাজুল ইসলাম ভূইয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে উপজেলার মনিয়ন্দ ইউপির মিনারকোর্ট এলাকার-মৃত মালু ভূইয়া ছেলে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৮/০৭/২০২৪ ইং তারিখ সকালে তুলাইশিমুল চকবাজার পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ৮০০০(আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাচারের কাজে ব্যবহ্নত সিএনজি জব্দ করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।