সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ১০ বরযাত্রী
আনন্দঘন সময়টিতে বেদনায় ঢেকে দিল সেতু। পার হতে গিয়ে বরযাত্রীবাহী নিয়ে খালে পড়ে মাইক্রোবাস। এতে ঘটে হতাহতের ঘটনা। বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকার এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহতের খবর জানানো হয়েছে। যদিও তাদের নাম-পরিচয় মেলেনি। নিখোঁজ আছে আরও অনেকে।
জানা গেছে, আজ শনিবার (২২ জুন) দুপুরে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পাড়ে যায়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।