সরাইল শাহবাজপুরে আগুনে পুড়ে ১১ দোকান ছাই
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেইট এলাকায় নেছার ডাক্তার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে এই অগ্নিকাণ্ডে মার্কেটের ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সংশ্লিষ্টরা ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা চলছে।
সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১১টি দোকান পুড়ে যায়। এর মধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রয় ও সার্ভিসিং, একটি স্বর্ণের দোকানসহ বিভিন্ন দোকান ছিল।ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।