মাইক্রোবাস থেকে গাঁজা উদ্ধার, নারীসহ দুই কারবারি আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের টি,এ,রোড থেকে গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে টয়োটা মাইক্রোবাস থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে অভিযানের সময় নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে ।
এরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার কাশিনগর গ্রামের মো: আতাউর ফজলু মিয়ার ছেলে মোহাম্মদ ইসলাম আমিন(২৬) ও ঐ এলাকার মো: রুবেল মিয়ার স্ত্রী রেনু বেগম (৩৫)। পাচারের কাজে ব্যবহৃত টয়োটা মাইক্রোবাসটি জব্দ করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গাঁজাসহ গ্রেফতার আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলার রজু করা হয়।