আখাউড়ায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব, শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে মোরসালিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের
একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোরসালিন ওই ইউনিয়নের মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। ঘটনার পর থেকে ঘাতক আব্দুল্লাহ পলাতক রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোরসালিন ও শিবনগর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে আবদুল্লাহ উভয়ই মাদক ব্যবসায়ী। স্হানীয় মাধ্যমে খবর পেয়ে পুলিশ আব্দুল্লার বসতঘরের তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, আব্দুলাহ ও
মোরসালিন উভয়েই মাদক ব্যবসায়ী। আব্দুলাহের বিরুদ্ধে ১৬টি এবং মোরসালিনের বিরুদ্ধে ৪টি মাদকের মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে মোরসালিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মোরসালিনের গলায় দাগ রয়েছে। আব্দুল্লাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।