কসবায় ৪ মণ গাঁজাসহ তিন কারবারি আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জেলার কসবায় বিশেষ অভিযানে ১৬০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। (২৪ অক্টোবর) মঙ্গলবার ভোরে কসবা টু সৈয়দাবাদ সড়কের পাকা রাস্তা থেকে একটি কাভার্ড ভ্যান থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার খাড়েয়া ইউপির দেলি উওর পাড়ার মৃত খেলু মিয়ার ছেলে মো: জিয়াউর রহমান প্র: জিয়া(৩৮), আড়াইবাড়ি দক্ষিণ পাড়ার মো: রাশেদ আলমের ছেলে মো: শফিকুল ইসলাম (২৯) ও পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মো: আলমগীরের ছেলে মোঃ উজ্জ্বল প্রঃ মহারাজ (৩৬)। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন গাঁজাসহ ৩ জন কারবারিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানার মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।