লঙ্কা শিবিরে তাসকিন-শরিফুলের জোড়া আঘাত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পুঁজি মাত্র ১৬৪ রানের। এ নিয়ে লড়াই করতে হলেও চাই দ্রুত কয়েকটা উইকেট। তাসকিন আর শরিফুলে সেই ব্রেকথ্রুটা পেল বাংলাদেশ। ১৫ রান তুলতেই দুই উইকেট খুইয়ে বসেছে শ্রীলঙ্কা।
প্রথমে শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করেন কারুনারত্নে। নিজের প্রথম ওভারে ৯ রান দিলেও শরিফুল দ্বিতীয় ওভারে দলকে সাফল্যে ভাসালেন। মুশফিককে ক্যাচ দিয়ে শরিফুলের বলে উইকেট হারান পাথুম নিশাঙ্কা। ১ চারে ১৩ বলে ১৪ রান করে ফিরলেন নিশাঙ্কা।