শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় পুলিশ-জামায়াত সংঘর্ষে নিহত ১

news-image

কক্সবাজার ও পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় যুদ্ধাপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে সাত পুলিশসহ ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়।

সংঘর্ষে নিহত ফোরকান উদ্দিন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে জামায়াত নিহত ফোরকানকে নিজেদের কর্মী বলে দাবি করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, যুদ্ধাপরাধের মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবি জানাজার জন্য জামায়াত নেতারা চকরিয়া পৌর বাস টার্মিনালকে বেছে নেয়। পুলিশ অনুমতি না দেওয়ায় তারা মঙ্গলবার বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডে অবস্থিত মামা- ভাগিনা মাজার সংলগ্ন মাঠে গায়েবি জানাজার নামাজ আদায় করে। খবর পেয়ে নিরাপত্তার জন্য সেখানে পুলিশ যায়। গায়েবি জানাজা শেষ করে ওই এলাকায় পুলিশের উপস্থিতি দেখে জানাজায় অংশগ্রহণকারীরা পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে ফোরকান উদ্দিন নামে একজন মারা যান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাত পুলিশ এবং আরো ১৩ জন আহত হন।

স্থানীয়রা বলেন, এ সময় পুরো এলাকার রণক্ষেত্র পরিণত হয়। সবগুলো দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল।

এলাকার ব্যবসায়ীরা জানান, সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে দোকানপাট বন্ধ হয়ে যায়।

নিহত ফোরকান উদ্দিন কে চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জামায়াতের কর্মী বলে দাবি করছে স্থানীয় জামায়াত।

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, আমাদের পুলিশ খুব ধৈর্য্য ধারণ করেছিল। গায়েবি জানাজা শেষে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর হামলা চালায়। এতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তার গাড়ি ভাঙচুর করে।

তিনি জানান, এ ঘটনায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। আমার পুলিশ কোনো গুলি চালায়নি। ফলে ফোরকান উদ্দিন কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

তিনি জানান, নিহত ফোরখান উদ্দিনের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশসহ আহতদের চকরিয়া, খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালসহ বেশ কিছু বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে উত্তেজিত সমর্থক ও জামায়াত নেতাকর্মীরা স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা করেন। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টায় ধাওয়া বেশ কয়েজন পুলিশসহ অর্ধশত লোকজন আহত হন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ জানান, চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে একদল লোকজন বিনা উস্কানিতে উত্তেজনামূলক স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা গাড়িও ভাঙচুর করেছে।

পেকুয়ায় সংঘর্ষ

আমাদের পেকুয়া প্রতিনিধি জানান, উপজেলার বারবাকিয়া বাজারে দুপুর ৩টার দিকে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর অতর্কিত হামলা জামায়াত নেতাকর্মীরা। এতে পেকুয়া থানার ওসি ওমর হায়দারসহ ১৫ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানিয়েছেন, পেকুয়ার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা শেষে একদল লোক পুলিশের ওপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। হামলায় তিনিসহ থানার ১৫ থেকে ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।