টানা সপ্তমবার ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান
অনলাইন ডেস্ক : ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সপ্তমবারের মতো নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। আগামী ৩ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।
২০০৯ সালে প্রথমবার ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ পান তাকসিম এ খান। পরে পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।