গয়েশ্বর চন্দ্রকে সাপের মতো পেটানো হয়েছে : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক : দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সাপের মতো পেটানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, গয়েশ্বরকে যেভাবে পেটানো হয়েছে, সেইভাবে সাপকেও পেটানো হয় না।
সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, আজকে এই জনসমাবেশ যতলোক রয়েছে সবাইকে জেলখানা পাঠালেও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না।
আওয়ামী লীগের গদি একদিন ভেঙে যাবে মন্তব্য করেন মির্জা আব্বাস আরও বলেন, জেলখানায় বিএনপির নেতাদের খুব কষ্ট দেওয়া হচ্ছে।