রাজধানীতে সমাবেশ করার অনুমতি পাচ্ছে না জামায়াত
অনলাইন ডেস্ক : রাজধানীতে আগামী ১ আগস্ট সমাবেশ করার জন্য জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম।
ডিএমপির উপ-কমিশনার বলেন, ‘জামায়াতকে মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। আগস্ট মাস জাতীয় শোকের মাস। শোকের মাসের প্রথম দিনে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।’
সিদ্ধান্ত উপেক্ষা করে সমাবেশ বা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই ইমেইলে ডিএমপিতে চিঠি দেয় জামায়াত। ওই দিন বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চায়।