মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘বর্তমান বিশ্বে সোনার চেয়েও মূল্যবান ডেটা’

news-image

গাজীপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেছেন, বর্তমান বিশ্বে সোনার চেয়েও মূল্যবান হচ্ছে ডেটা। যদি আগামীর বিশ্বে ডেটা প্রটেক্ট করতে না পারি তাহলে ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের যে অগ্রগতি সেখানে বড় ধরনের একটি ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়ে গেছে।

উপাচার্য রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কম্পিউটারকৌশল বিভাগের উদ্যোগে ‘ডাটা প্রাইভেসি এবং প্রটেকশন-ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক নিরাপত্তা’ শীর্ষক সেমিনার সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বর্তমানে ডেটা সাইন্স বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় দশ হাজার বিশ্ববিদ্যালয়ে ডেটা সিকিউরিটি বিভাগ রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে আমরা ডেটা সাইন্স চালু করতে যাচ্ছি।
সেমিনারে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মঞ্জুরুল হক মঞ্জুর স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো: নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী খায়রুল বাশার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএফআইসি ব্যাংকের সিআইএফটি কর্মকর্তা প্রকৌশলী মো. মুশফিকুর রহমান।

সেমিনার সঞ্চালনা করেন, বিভাগের সম্পাদক প্রকৌশলী তানভীর মাহমুদুল হাসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, প্রকৌশলী মো. রনক আহসান, আইইবি ঢাকা সেন্টারের সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

৩ উইকেট তুলে বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

নাসিরনগরে ইউপি সদস্য  হিসেবে শপথ নিলেন সাড়ে তিন বছর আগে ঘোষিত ‘পরাজিত প্রার্থী’

হাওর রক্ষায় সরকার কাজ করছে: পরিবেশ উপদেষ্টা

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে

ঐকমত্য কমিশনের যেসব প্রস্তাবে একমত বিএনপি

ট্রাম্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’

মিরাজরাই হাসতে চান শেষ হাসি

যুদ্ধবিরতি নিয়ে আশা ও সংশয়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

শুল্ক ইস্যুতে ড. ইউনূসকে চিঠিতে যা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প

মুরাদনগরের মা, ছেলে ও মেয়েকে হত্যার মামলা ডিবিতে