মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৯০ বছর বয়সে বডিবিল্ডিংয়ে বিশ্ব রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা জিম আরিংটন। যিনি ৯০ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ বডিবিল্ডার হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। যদিও আগের রেকর্ডটি তার দখলেই ছিল।

জিম ২০১৫ সালেই বিশ্বের বয়স্কতম বডিবিল্ডার হিসাবে রেকর্ড গড়েছিলেন। তখন তার বয়স ছিল ৮৩ বছর। সে রেকর্ড ভাঙলেন নিজেই। জিম আরিংটনের জন্ম ১৯৩২ সালে।

সম্প্রতি তিনি একটি প্রতিযোগিতায় পুরুষদের ৭০ কেজি ওজন তোলা বিভাগে তৃতীয় এবং ৮০ কেজি ওজন তোলা বিভাগে প্রথম স্থান লাভ করেছেন। প্রায় ৭০ বছর ধরে শরীরচর্চা করছেন জিম। ৬০টিরও বেশি প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৬টিতে জিতেছেন তিনি।

এ জাতীয় আরও খবর