বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গর্ভাবস্থায় কমে যাচ্ছে শিশুর ওজন

news-image

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই বায়ুদূষণে ভুগছে রাজধানীবাসী। প্রতিনিয়ত বাড়তে থাকা এ বায়ুদূষণের প্রভাব পড়ছে সরাসরি স্বাস্থ্যের ওপর। বিশেষ করে শিশু ও প্রজননস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। গবেষণায় দেখা গেছে, গর্ভবতী মায়েদের ওপর বায়ুদূষণের বিরূপ প্রভাব পড়ছে। ফলে বেশি বায়ুদূষণের শিকার মায়েদের মধ্যে কম ওজনের শিশু জন্ম দেওয়াসহ অকালে সন্তান প্রসবের হার বেশি।

আরিফা আক্তার। রাজধানীর বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন রামপুরার বনশ্রী এলাকায়। প্রতিদিন গণপরিবহনে অফিসে যাতায়াত করেন। গর্ভবতী হওয়ার প্রথম তিন মাস গণপরিবহনে যাতায়াত করলেও পরের তিন মাস রিকশা-অটোরিকশায় (সিএনজি) যাতায়াত করেন। এর পর মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে শুরু করেন। তার পরও আট মাসেই তার গর্ভপাত হয়। চিকিৎসকরা জানান, গর্ভকালে মায়ের মাধ্যমে দূষিত বায়ুর প্রভাবে নির্ধারিত সময়ের আগেই স্বাভাবিকের তুলনায় কম ওজন নিয়ে মেয়েশিশু জন্মগ্রহণ করেছে।

আরিফা আক্তার আমাদের সময়কে জানান, আমি গর্ভবতী হওয়ার সময়টা ছিল শীতকাল। ওই সময় বায়ুদূষণ বেশি ছিল। বাইরে বের হলে নিশ^াস নিতে কষ্ট হতো। সে কারণে আমার বাচ্চার এমন ক্ষতি হবে জানতাম না। শুধু আরিফা নন, রাজধানীতে বসবাস করা আরও অনেক মা ও শিশু এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে; অনেক মা কম ওজনের শিশু জন্ম দিয়েছেন।

বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের বায়ুমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী ঢাকা সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ৫টির মধ্যে ওঠানামা করে।

শিশু বিশেষজ্ঞ ডা. রাশেদ বাপ্পী আমাদের সময়কে বলেন, গর্ভবতী মা যখন দূষিত বায়ুর মধ্যে থাকেন, বায়ুর মধ্যে যদি ডাস্ট বা কেমিক্যাল থাকে; সেক্ষেত্রে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। কম ওজন নিয়ে জন্মের ঝুঁকিও তৈরি হয়। বর্তমানে ঢাকার বাতাসে কার্বণ নিঃষরণ, বিভিন্ন কেমিক্যালের মাত্রা বেড়েছে। অনাগত শিশুর সুরক্ষায় দূষিত বায়ু থেকে মায়েদের সতর্ক থাকতে হবে।

গর্ভবতী মায়েদের ওপর বায়ুদূষণের বিরূপ প্রভাব নিয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, আইসিডিডিআরবি এর করা এক গবেষণা বলছে, গর্ভাবস্থায় কম বায়ুদূষণের শিকার মায়েদের তুলনায় অধিক বায়ুদূষণে ভোগা মায়েদের সময়ের আগে ও কম ওজনের বাচ্চা প্রসবের ঝুঁকি অনেক বেশি। অকালে সন্তান জন্মদানের ঝুঁকিও তাদের মধ্যে বেশি। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে জন্ম নেওয়া রাজধানীর ৩ হাজার ২০৬ নবজাতকের ওপর চালানো হয় ‘ঢাকার বায়ুদূষণ ও গর্ভাবস্থার ফলাফল’ শীর্ষক গবেষণাটি। গবেষণাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় গত ২৮ ফেব্রুয়ারি।

সাধারণত জন্মের সময় নবজাতকের ওজন আড়াই কেজির নিচে হলে কম ওজনের বাচ্চা হিসেবে ধরা হয়। একইসঙ্গে কোনো শিশুর জন্ম গর্ভধারণের ২৫৯ দিনের আগে হলে তা ‘অকালীন শিশু’ হিসেবে গণ্য হয়। গবেষণায় দেখা গেছে, সবচেয়ে কম দূষণের শিকার মায়েদের মধ্যে কম ওজনের শিশু জন্ম দেওয়ার হার ২০ শতাংশ। বেশি দূষণের শিকার মায়েদের মধ্যে এই হার ১৬ শতাংশ বেশি। আবার সবচেয়ে কম দূষণের শিকার মায়েদের

মধ্যে ৯ শতাংশ ‘অকালীন’ সন্তান প্রসব করেন। বেশি দূষণের শিকার মায়েদের মধ্যে এই হার আরও ৬ শতাংশ বেশি।

আইসিডিডিআরবির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক শাখার (ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ) গবেষক মাহীন আল নাহিয়ান বলেন, ঢাকার মধ্যে বসবাস, আর্থসামাজিক অবস্থা এবং ঘরের ভেতর বায়ুদূষণÑ এ বিষয়গুলো সামনে রেখে গবেষণাটি করা হয়েছে। এতে দেখা গেছে বায়ুদূষণ যত বাড়ে, কম ওজনের ও সময়ের আগে বাচ্চা জন্মের হার ততটাই বাড়তে থাকে।

দ্য ইন্টারন্যাশনাল কোলাবরেশন অন এয়ার পল্যুসন অ্যান্ড প্রেগন্যান্সি আউটকাম গবেষণায় জানিয়েছেÑ বায়ুদূষণ, বিশেষত যানবাহনের ধোঁয়ায় দূষিত বাতাসের মধ্যে বসবাসকারী গর্ভবতী নারীরা কম ওজনের শিশু জন্ম দিতে পারে। অধ্যাপক ট্রেসি উডরুফ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও সানফ্রান্সিসকোর একদল সহযোগী নিয়ে ৯টি দেশের ৩০ লাখের বেশি শিশুর জন্মের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

গবেষকরা বলেন, দূষিত বাতাসের ক্ষতিকারক প্রভাব মানুষের ওপর খুব সামান্য হলেও পুরো জনগোষ্ঠীর ওপর এর প্রভাব লক্ষণীয়। কম ওজন নিয়ে জন্মানো শিশুদের ক্ষেত্রে অকাল মৃত্যুসহ বিভিন্ন রকম স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকি থাকে। এ সমস্যার শিকার অধিকাংশ শিশুই বেঁচে যায়; কিন্তু পরিণত বয়সে তাদের ডায়াবেটিস এবং হৃদরোগে ভোগার আশঙ্কা প্রবল।

এ জাতীয় আরও খবর

প্রথমবার সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের বিশেষ ভাড়া

নবীনগর প্রেসক্লাব নির্বাচনে  শান্তি সভাপতি , উজ্জ্বল সম্পাদক

‘ঈদে চাল পাবে এক কোটি পরিবার’

খালেদা জিয়ার নাইকো মামলার রায় ১৯ ফেব্রুয়ারি

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ অভিবাসন প্রত্যাশী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আ.লীগের বিরুদ্ধে অভিযোগ বিএনপি‌র

সংস্কারের আগে জাতীয় নির্বাচন চায় না জামায়াত: গোলাম পরওয়ার

জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিকল্প নেই: আলী রীয়াজ

প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী

বিদেশিদের অন অ্যারাইভাল ভিসা পেতে অ্যাপ চালু

বিএনপি আনুপাতিক হারে নির্বাচন সমর্থন করে না: মির্জা ফখরুল