আর্থিক বাজার ব্যবস্থাপনায় নজরদারি চায় আইএমএফ
নিউজ ডেস্ক : দেশের আর্থিক বাজার ব্যবস্থাপনায় নজরদারি চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এখন থেকে প্রতি প্রান্তিকে মুদ্রাবাজারের হালনাগাদ তথ্য ও সামষ্টিক অর্থনীতির মূল্যায়ন জানাতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতিও বড় ধকল মোকাবিলা করছে। এই সংকটে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছে সহায়তা চেয়েছে। ইতোমধ্যে আইএমএফ বড় ঋণ অনুমোদন করে প্রথম কিস্তির টাকা ছাড়ও করেছে। এ ঋণের জন্য বেশ কিছু সংস্কার কর্মসূচি দিয়েছে আইএমএফ, যা সফলভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ। এসব সংস্কার কর্মসূচির পাশাপাশি আর্থিক বাজার ব্যবস্থায় নজরদারি চায় দাতা সংস্থাটি।
জানা গেছে, ঋণের দ্বিতীয় কিস্তি আগামী নভেম্বর মাসে ছাড় হওয়ার কথা রয়েছে। তার আগে অর্থনীতির সার্বিক অগ্রগতি মূল্যায়নে বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ (কারিগরি) মিশন এখন ঢাকায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করছে। মিশনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার আইএমএফের একজন ডিএমডি ঢাকায় এসেছেন।
জানা গেছে, আইএমএফের সংস্কার কর্মসূচির কারণে ইতোমধ্যে দেশের মানুষের ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেওয়া ভর্তুকি কমানো এবং কিছু ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে। রাজস্ব আহরণ বাড়াতে গিয়ে মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। মুদ্রানীতি নমনীয় করে সুদহারও বাড়ানো হয়েছে। এসব উদ্যোগের পর আইএমএফ দেশের আর্থিক খাতে আরও নজরদারি চায়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে আইএমএফের পরামর্শে মুদ্রানীতিতে নীতি সুদহারের করিডর প্রথা, সুদহারের সীমা প্রত্যাহার, ডলারের একক দাম, রিজার্ভের প্রকৃত হিসাবায়নসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে
আইএমএফের শর্ত মেনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য প্রকাশ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির সুপারিশ করা পদ্ধতি অনুযায়ী, রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশ ব্যাংকের আগের হিসাবে রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এমন সময়ে এ তথ্য প্রকাশ শুরু করেছে, যখন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক বো লি ঢাকায় অবস্থান করছেন।
খেলাপি ঋণের বিষয়ে আইএমএফ খুবই সংবেদনশীল। তারা খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে চেয়েছে। পাশাপাশি ব্যাংকের পরিচালকদের ক্ষমতার অপব্যহার কমাতে আইনের সংস্কার চায় আইএমএফ।
এ ছাড়া ব্যাংকের পাশাপাশি বীমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহের ডাটাভিত্তিক হালনাগাদ তথ্য, পরিদর্শন প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন সম্পর্কে তথ্য চেয়েছে সংস্থাটি।
জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি বাবদ ৪৭ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার পেয়েছে বাংলাদেশ। সূত্র জানায়, বাকি ৪২২ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার ৬টি কিস্তিতে ছাড় করবে। ছয় মাস পর পর কিস্তি পাওয়া যাবে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পুরো ঋণ পাওয়া যাবে।
গত বছরের জুলাইয়ে বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাব মোকাবিলার জন্য বাংলাদেশ আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চায়। কিন্তু আইএমএফের বোর্ড অনুমোদন করেছে ৪৭০ কোটি ডলার, যা চাওয়ার চেয়ে ২০ কোটি ডলার বেশি। এখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে শর্তগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে আইএমএফ মিশন পর্যবেক্ষণ করছে।