আমাদের সময়ের সম্পাদক হলেন আবুল মোমেন
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক আবুল মোমেন গতকাল মঙ্গলবার নতুন ধারার দৈনিক আমাদের সময়ের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। বিশিষ্ট সাংবাদিক, কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ আবুল মোমেন ২০১৩ সাল থেকে আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি চট্টগ্রামে প্রথম আলোর আবাসিক সম্পাদক হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেন।
বিশিষ্ট সাহিত্যিক আবুল ফজলের ছেলে আবুল মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৭৩ সালে এমএ পাস করেন। স্বাধীনতার পর পরই দৈনিক স্বাধীনতা পত্রিকায় কাজ শুরু করেন তিনি। এর পর ডেইলি লাইফ ও চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণের সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি দৈনিক ভোরের কাগজে চট্টগ্রামের আবাসিক সম্পাদক এবং চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার পর সেখানে তিনি শিক্ষকতায়ও যুক্ত ছিলেন।
আবুল মোমেন স্বাধীনতার পর থেকে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি করে আসছেন। শিক্ষা নিয়ে চার দশকের বেশি সময় ধরে কাজ করছেন তিনি। তার লেখা প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক। ২০১৭ সালে সাংবাদিকতায় একুশে পদকে ভূষিত হন তিনি। এ ছাড়া বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, শিশু সাহিত্যে চন্দ্রাবতী একাডেমি পুরস্কার ছাড়াও অসংখ্য পুরস্কার পান তিনি।