বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

২৩ শর্তে আ’লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৩ শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে আগামীকাল বুধবার রাজধানীতে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির মুখপাত্র ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুই দলের পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করা হয়েছিল। ২৩টি শর্তে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

আগামীকাল বুধবার বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সমাবেশ থেকেই সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছে দলটি।

একই দিন পাল্টা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগ-বিএনপিকে যে ২৩ শর্ত দেওয়া হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো– অনুমোদিত স্থানের বাইরে প্রজেক্টর বসানো যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য দেওয়া যাবে না, কোনো ধরনের লাঠিসোটা, রড ব্যবহার না করা, অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে লোক জড়ো করা যাবে না, নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করতে হবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন করা যাবে না, সমাবেশের কার্যক্রম ছাড়া মঞ্চকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, শব্দদূষণ প্রতিরোধে সীমিত আকারে মাইক ও শব্দযন্ত্র ব্যবহার।

বিএনপিকে দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশের কার্যক্রম শেষ করতে হবে। আর আওয়ামী লীগ তাদের সমাবেশ ৩টা থেকে ৫টার মধ্যে শেষ করবে। উভয় দলের নেতাকর্মীরা সমাবেশ শুরুর দুই ঘণ্টা আগে সমাবেশস্থলে আসতে পারবে।

ডিএমপির মুখপাত্র ডিসি (মিডিয়া) ফারুক হোসেন বলেন, যারা নাশকতা করবে, তাদের ছাড় দেওয়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

এর আগে বিকেলে আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় তিনি জানান, দুই দলকেই অনুমতি দেওয়া হতে পারে। ২০-২৫টি শর্তসাপেক্ষে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছরের ৯ ডিসেম্বর ২৬ শর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছিল ডিএমপি। সমকাল

এ জাতীয় আরও খবর

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি: ফখরুল

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন শফিকুল আলম

পিএসসিতে ৭ সদস্য নিয়োগ

নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে

ঢাবিতে একপাশে ছাত্রদল, অন্যপাশে বৈষম্যবিরোধীদের সমাবেশ

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা

উত্তপ্ত খুলনা: শিববাড়ি মোড়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের সমাবেশ

দেশের হারানো গৌরব ফিরে পেতে বিশ্বব্যাপী কাজ করছেন প্রধান উপদেষ্টা

বাঞ্ছারমপু‌রে অবৈধ ঘের উচ্ছেদ

নবীনগরের ছাত্র জনতার  বিক্ষোভ   

জামিন পায়নি ব্রাহ্মণবাড়িয়া ছাএলীগ কর্মী খাদিজা আক্তার

ব্রাহ্মণবাড়িয়ায় প্যানেল চেয়ারম্যান র‌্যাবের অভিযানে আটক