ভিন্ন পেস বোলিং আক্রমণের ইঙ্গিত তামিমের
ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এটাই শেষ পরীক্ষা-নিরীক্ষার সিরিজ বলে জানিয়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বুধবার প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন। তিন ম্যাচেই পেস বোলিং আক্রমণে ভিন্নতা থাকতে পারে বলে মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি।
তামিম বলেছেন, ‘আমাদের পেস বোলিং ইউনিট মোটামুটি ভালো করছে। (আফগানদের বিপক্ষে) হয়তো ওই জায়গায় একটু চেঞ্জ দেখা যেতে পারে। আমরা ভিন্ন কম্বিনেশনে খেলতে পারি। কালকে কেমন খেলা হয় তার ওপর নির্ভর করছে। এইটুকু বলতে পারি, এই তিন ম্যাচে ভিন্ন (পেস) বোলিং কম্বিনেশন দেখা যাবে।’
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিসিবির নির্বাচকরা পাঁচ পেসার দলে নিয়েছেন। ইনজুরি কাটিয়ে তাসকিন আহমেদ ফিরেছেন। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সঙ্গে আছেন ডানহাতি হাসান মাহমুদ ও এবাদত হোসেন। ঘরের মাঠে মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শরিফুল বাদে বাকি চার পেসারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একাদশে ছিলেন চার পেসার।
তেমন আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে খেলা সিরিজেও পেসার এবাদত, মুস্তাফিজ, শরিফুল ও হাসানকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ও কন্ডিশন বিবেচনা করে এবারও তেমন কিছু হতে পারে বলে ইঙ্গিত করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম।
তবে একজন পেস বোলিং অলরাউন্ডার না থাকায় আক্ষেপও করেছেন বাঁ-হাতি এই ওপেনার, ‘পেস বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হতো। পেস বোলিং অলরাউন্ডার আমাদের দরকার। কিন্তু কে? সেটাই প্রশ্ন। সাইফউদ্দিন অপশন ছিল। সে ইনজুরিতে আছে। ঘরোয়াতেও পারফরম্যান্স করছে এমন কেউ নেই। ব্যাটসম্যান কিন্তু টুকটাক বোলিং করতে পারে এমন দু-একজন আছে। ভালো করছে না, এমন কাউকে পুশ করা যৌক্তিক হবে কিনা জানি না।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান বুধবার দুপুর দুইটায় ম্যাচ খেলতে নামবে। টেস্টে সহজে জয় পেলেও ওয়ানডে ফরম্যাটে আফগানদের শক্তিশালী প্রতিপক্ষ মেনেই টাইগাররা নামবে বলে জানিয়েছেন তামিম। তার মতে, চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হলেও প্রথম ১০ ওভার দুই দলের জন্যই কঠিন হবে।