শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যাংকঋণে জর্জরিত ৩০ রাষ্ট্রায়ত্ত সংস্থা

news-image

জিয়াদুল ইসলাম
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর কাছে সরকারি ব্যাংকগুলোর পাওনার পরিমাণ দিন দিন বাড়ছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত ৩০টি রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের বকেয়া ঋণ দাঁড়িয়েছে প্রায় ৫৯ হাজার ৭৩০ কোটি ৯৬ লাখ টাকা, যা এক বছর আগে ছিল ৪৮ হাজার ৩৬২ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে ১৮৫ কোটি টাকার ঋণ খেলাপি হয়ে পড়েছে। গত এক বছরেই বয়েকা ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। এ সময়ে বিএডিসি, বিপিসি ও টিসিবির ঋণ নেওয়া ব্যাপকহারে বেড়েছে। এদিকে চলতি অর্থবছরে অন্তত ৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থা লোকসানে রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৩ পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর আর্থিক অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। উল্টো বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিবছরই লোকসানে থাকছে। ফলে বছরের পর বছর ব্যাংকের টাকা ফেরত দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও সমস্যায় পড়ছে।

অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর কাছে সবচেয়ে বেশি ঋণ ১৩ হাজার ৮৭৮ কোটি ৪২ লাখ টাকা রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি), যা গত বছর ছিল ৮ হাজার ৩৫৬ কোটি ৬৬ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ঋণ রয়েছে ৯ হাজার ৬৮ কোটি ৫১ লাখ টাকা, যা এক বছর আগে ছিল ৭ হাজার ৯৯৮ কোটি ৪৩ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ ৮ হাজার ৫৬৯ কোটি ২৮ লাখ টাকার ঋণ রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে, যা গত বছর ছিল ৫ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকা। আর চতুর্থ সর্বোচ্চ ঋণ ৭ হাজার ৮০৭ কোটি ৭১ লাখ টাকা রয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) কাছে, যা এক বছর আগে ছিল ৭ হাজার ৪৭৮ কোটি ৪৭ লাখ টাকা। ট্রেডিং করপোরেশন অব

বাংলাদেশের (টিসিবি) কাছে ঋণ রয়েছে ৬ হাজার ৯১ কোটি ৫৫ লাখ টাকা, যা এক বছর আগে ছিল ১ হাজার ৩৪২ কোটি ২৫ লাখ টাকা।

এ ছাড়া ব্যাংকগুলোর কাছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ঋণ রয়েছে ৬ হাজার ৮২৭ কোটি টাকা। যোগাযোগ খাতের বিবিসির ঋণ রয়েছে ৪ হাজার ৮৫৯ কোটি ৯৫ লাখ টাকা। এ খাতের অপর প্রতিষ্ঠান বিআইটিডব্লিউসির ঋণ ৪৮৭ কোটি ৭৬ লাখ টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে (সিপিএ) ১৪৭ কোটি টাকা, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ৬৫৫ কোটি ৪০ লাখ টাকা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বিডব্লিউডিবি) ৫৬৭ কোটি টাকা; বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (বিওজিএমসি) ৪৩৪ কোটি ৫৫ লাখ টাকা; বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ১৭৭ কোটি ৮৮ লাখ টাকা; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ১০৯ কোটি টাকা; বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ২৫ কোটি টাকা; ঢাকা ওয়াসার ১৯ কোটি ৫১ লাখ টাকা ও বাংলাদেশ টুরিজম বোর্ডের (বিটিবি) কাছে ৪ কোটি ৬২ লাখ টাকা।

সমীক্ষার তথ্য অনুযায়ী, এ সময়ে ব্যাংকগুলোর সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে বিজেএসসির কাছে ১৩২ কোটি ১২ লাখ টাকা, বিটিএমসির ২৪ কোটি ৯ লাখ, বিএডিসির ২১ কোটি ২৭ লাখ ও বিটিবির কাছে ৪ কোটি ৬২ লাখ টাকা।

সমীক্ষার তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, চলতি অর্থবছরের এ পর্যন্ত অন্তত ৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪১ কোটি টাকা। এ সময়ে সর্বোচ্চ ৭ হাজার ৮৭ কোটি টাকার লোকসানে পড়েছে বিপিসি। দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৯৬৯ কোটি টাকা নিট লোকসান করেছে বিপিডিবি। তৃতীয় অবস্থানে থাকা টিসিবির লোকসান বেড়ে হয়েছে ৫ হাজার ৫৬২ কোটি টাকা। বিএসএফআইসি এবার ৬৭৮ কোটি টাকার লোকসান করেছে। বিজেএমসির লোকসান ২৪৮ কোটি টাকা। এ ছাড়া বিআরটিসি ৮৪ কোটি, বিআইডব্লিউটিএ ৭২ কোটি, বিআইডব্লিউটিসি ৪৯ কোটি টাকা, বিএফডিসি ২১ কোটি ও বিটিএমসির ১৭ কোটি টাকা লোকসান হয়েছে। আগের অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ১১টি সংস্থা লোকসান করেছিল ৫ হাজার ৪ কোটি টাকা।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা