জীবনের সেরা ভুলের কথা জানালেন কাদের সিদ্দিকী
গাজীপুর প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি (বীর উত্তম) কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের সর্বনাশ করার জন্য অন্য কোনো দলের দরকার নাই, আওয়ামী লীগ যথেষ্ট। বিএনপিও এ থেকে বেশি দূরে নাই।
আজ শুক্রবার গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সম্মেলনটি উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক। সম্মেলন শুরুর আগে অডিটোরিয়ামের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে এবং কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ বীর প্রতীক, কেন্দ্রীয় সদস্য ফেরদৌস আলম, কেন্দ্রীয় যুব আন্দোলনের নেতা হাবিবুন নবী সোহেল, সিপিবি গাজীপুর জেলা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মো. কাউসারুজ্জামান, যুব আন্দোলনের গাজীপুর শাখার নেতা মিঠুন সিদ্দিকী, কালিয়াকৈর উপজেলা কমিটির সভাপতি আলী হোসেন মণ্ডল প্রমুখ।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা খুব একটা ভালো অবস্থার মধ্যে নেই। আজ কদিন যাবত দেশে আমেরিকার ভিসানীতি নিয়ে নানা কথা চলছে। বিএনপি বলছে- এটা সরকারকে চাপে ফেলার জন্য। আওয়ামী লীগ বলছে- বিএনপিকে সোজা করার জন্য আমেরিকা ভিসা রেসট্রিকশন দিয়েছে। কেউ একবারও ভাবে না, এটা আওয়ামী লীগ কিংবা বিএনপির ক্ষতি নয়, ক্ষতি হচ্ছে বাংলাদেশের, ক্ষতি হচ্ছে বাঙালির, ক্ষতি হচ্ছে আমাদের জাতির। এতে আমাদের সম্মান নষ্ট হচ্ছে, এটা কেউ চিন্তা করে না। আমাদের জাতীয়ভাবে চিন্তা করতে হবে। সব দেশই যাকে পছন্দ নয় তাকে ভিসা দেয় না। এটা নতুন কি হলো। তবে আমেরিকা যদি কারও বন্ধু হয়, তাহলে তার আর কোনো শত্রুর দরকার নেই।’
কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বাঙালির অধিকার আদায়ের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু আজকে সেই মানুষের কোনো অধিকার নেই। ২২ পরিবারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করে ২২ হাজার অথবা ২২ লাখ ধনী মানুষের হাতে দেশটাকে দিয়ে দিয়েছি। এর কোনো প্রতিকার নেই।’
কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকতে সাড়ে তিন বছরে আমাকে সাতবার মন্ত্রী বানাতে চেয়েছিলেন। জিয়াউর রহমান কতবার আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিলেন, তা বলে শেষ করা যাবে না। হুসেইন মুহাম্মদ এরশাদ তার ডবলবার চেষ্টা করেছেন। খালেদা জিয়া ২০০৫ বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী ছিলাম এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি কি করতে পারে তা আমি জানি। আপনি আমাদের সঙ্গে এলে আমাদের আর কোনো চিন্তা থাকে না। তারা প্রথমে আমাকে নির্বাচনে ২০টা সিট দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, পরে তিনি ২৫ সিটে গিয়ে ঠেকেছিলেন, আপনার আরও যদি লাগে আপনি নেন, তবুও আপনি আমাদের সঙ্গে থাকেন। কিন্তু আমি যাইনি। তখন আমার মনে হয়েছিল আমরা কারো সঙ্গে না গেলেও নির্বাচনে চারটা সিট পেয়ে যাব। সেখানে একটা সিট পেয়েছিলাম। তারপরও আমি রাজাকারের দোসরদের সঙ্গে যাইনি।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনের জোটের সঙ্গে গিয়েছিলাম। আমি ড. কামাল হোসেনকে নেতা বলে মানতাম। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুকে যথেষ্ট পরিমাণ মান্য করেন। আমার মনে হয়েছিল তিনি আমার চেয়েও বঙ্গবন্ধুর ভক্ত। আমি সেজন্য তার নেতৃত্বে ঐক্যজোটে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার মাস খানেক পরে আমার মনে হয়েছে কামাল হোসেন নেতৃত্ব করেন না, উনি শুধু সময় কাটান। সেজন্য আমি সবার পরে ঐক্যজোটে গিয়েছিলাম। আবার সবার আগে ঐক্যজোট ছেড়েছিলাম। আমার জীবনে শ্রেষ্ঠ ভুল হলো ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা এবং জোটে যাওয়া। এটা আমার জীবনের সেরা ভুল। আমি এ ভুল থেকে এটা শিক্ষা নিয়েছি- বিএনপিকে আরও ১০০ বছরে যতটা না চিনতে পারতাম, জোটে গিয়ে মাস তিনেকেই ততটা চিনতে পেরেছি। বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে খালেদা জিয়া, তারেক রহমানের দল। যদিও এখন বিএনপিতে খালেদা জিয়ার তেমন অবস্থা নেই। এখন সম্পূর্ণই হচ্ছে তারেক রহমানের দল।’