বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে আম পড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

news-image

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ২০ ঘন্টা পর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত সুমাইয়া আক্তার (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক দক্ষিণ গ্রামে। সুমাইয়া গুনিয়াউক দক্ষিণ গ্রামের মৃত আছমত আলীর মেয়ে ও গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ আশপাশের বাড়ি-ঘরে খোঁজাখুঁজির পর সুমাইয়াকে না পেয়ে মাইকিং করে নিখোঁজের বিষয়টি জানানো হয়। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে নিহতের মায়ের দোকান ঘরের ছাদের উপর আম পাড়তে যায় স্থানীয় এক শিশু। তখন সুমাইয়ার মরদেহ ছাদের উপর পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে জানালে তার মরদেহ দোকানের ছাদ ওপর থেকে উদ্ধার করে। ধারনা করা হচ্ছে আম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।

নাসিরনগর থানার অফিসার কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।