সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশে ভাবমূর্তি ফেরাতে আওয়ামী লীগ নানা কথা বলছে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জনগণকে বিভ্রান্ত করতে এবং বিদেশে ভাবমূর্তি ফেরাতে আওয়ামী লীগ নানা কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও শপথ বাক্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শপথ বাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর তিন দেশ সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সরকার অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের পুরানো লক্ষ্য সেই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্যেই তারা ২০১৪ সালেও নির্বাচনকে সম্পূর্ণভাবে একটা প্রহসনে পরিণত করেছে, নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। একইভাবে ২০১৮ সালে আগে রাতে ভোট করে দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে, জনগণ সেখানেও অংশগ্রহণ করেনি।’

তিনি আরও বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ অংশগ্রহণ করছে না, জনগণ যাচ্ছে না। সম্প্রতি, যে ভোট হয়ে গেল সেই ভোটে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দিতে গেছে। সুতরাং খুব সহজেই মানুষ বোঝে, বিশ্ব বোঝে-এই সরকার ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন সুষ্ঠু হবে না। জনগণও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ কারণেই আওয়ামী লীগ আজকে এই সমস্ত কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিশেষ করে তাদের বিদেশে তাদের ভাবমূর্তি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সেই ভাবমূর্তি তৈরি করতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘এবার জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি, জনগণ দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে এদের পরাজিত করবে এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।’

সিটি নির্বাচন নিয়ে আপনাদের অবস্থান কী জানতে চাইলে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কার করে বলে দিয়েছি, কোনো রকম কোনো স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। সিটি নির্বাচনে আমরা পরিষ্কার করে বলে দিয়েছি, এখানে মেয়র নির্বাচন বলেন, কাউন্সিলর নির্বাচন বলেন আমাদের দলের কোনো অংশগ্রহণ থাকবে না।’

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কেন্দ্রীয় নেতা ইয়াছিন আলী, ফখরুল ইসলাম রবিন, রেজওয়ানুল হক রিয়াজ, নাজমুল হাসানসহ কয়েকশ নেতাকর্মী।

 

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০