বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে অপরিকল্পিতভাবে সিলিন্ডার গ্যাস রাখার অপরাধে জরিমানা ও সতর্কীকরণ

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে নবীনগর লঞ্চঘাট সংলগ্ন তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নবীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস থাকায়, অগ্নি নির্বাপণ যন্ত্র না থাকায় ও অপরিকল্পিতভাবে সিলিন্ডার গ্যাস রাখার অপরাধে ৪ টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি  কঠোরভাবে সতর্ক করা হয়। দোকানগুলোতে লাইসেন্স ও তেল থেকে উদ্ভুত অগ্নি নির্বাপণের ফোম সংরক্ষণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, পরবর্তীতে এ ধরনের অপরাধে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হবে বলে হুশিয়ার করা হয়। সকলের সার্বিক সহযোগিতা ও সচেতনতা কামনা করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।