সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরপেক্ষ সরকারের দাবি আড়াল করতে চাচ্ছে আ. লীগ: বিএনপি নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিভিন্ন দুর্যোগ সৃষ্টি করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

আজ রোববার দুপুরে উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে ১২’শ অসহায় দুস্থ গরীব দুঃখী নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণকালে দলটির নেতারা এ কথা বলেন।

এই অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিএনপি নেতা এম কফিল উদ্দিস আহমেদ।

আবদুল মঈন খান বলেন, ‘আপনারা দেখেছেন পরপর নিউমার্কেট, বঙ্গবাজার সহ বিভিন্ন জায়গায় একের পর এক আগুন লাগছে। এ আগুনের রহস্য কী? আওয়ামী সরকার তাদের ক্ষমতাকে অন্যায়ভাবে অগণতান্ত্রিক ভাবে দীর্ঘায়িত করতে চায়, সেজন্য তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।’

তদন্তের আগে কাউকে দোষারোপ করা উচিত নয় মন্তব্য করে মঈন খান বলেন, ‘যেহেতু সরকারের দায়িত্ব রয়েছে, কেন আগুন লেগেছে? কিভাবে আগুন লেগেছে? কে লাগিয়েছে? তদন্তের আগে কাউকে দোষারোপ করলে, আমরা তার তীব্র প্রতিবাদ করবো। কাউকে উদ্দেশ্য মূলক ভাবে দোষারোপ করে এইবার আওয়ামী সরকার পার পাবে না।’

তাবিথ আউয়াল বলেন, ‘বিভিন্ন দুর্যোগ ও দুরব্যবস্থা সৃষ্টি করে আওয়ামী সরকার নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি আড়াল করতে চাচ্ছে। বিভিন্ন মার্কেটে একটার পর একটা আগুন লাগছে। এরফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কি হবে? সাধারণ মানুষের কি হবে? ক্রেতা সাধারণের কি হবে? মানুষ আজ খুব অসহায়, কঠিন ও ক্রান্তি কাল অতিক্রম করছে।’

তাবিথ আউয়াল আরও বলেন, ‘আমরা যখন সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদ করতে যাই, তখন আমাদেরকে বিরোধী দলের দমন পীড়ন হত্যা নিপীড়নে দমিয়ে রাখা হয়। আমরা যখন আমাদের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যাই, ঠিক সেই মুহূর্তে একটার পর একটা দুর্যোগ ও দুরাবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয় এ আওয়ামী অবৈধ সরকার।’

তিনি বলেন, ‘বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাসের দাম বেড়েই চলছে। এর কারণে মানুষ খুব অসহায় ও বিপদাপন্ন হয়ে পড়েছে। মানুষ এখন এই আওয়ামী দুঃশাসনের অবসান চায়। এর থেকে মুক্তি পেতে আমাদের রাজপথে নেমে আসতে হবে। জনগণকে সাথে নিয়ে তীব্র গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে।’

এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘গরীব দুঃখী ও অসহায় মানুষেরা নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপন করছে। তাদের জন্য কিছু করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো।’

 

এ জাতীয় আরও খবর

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের

সারাবিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে: ইসি আলমগীর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রস্তুতি শুরু

পদ স্থগিতের পর ডিপজল বললেন, নিপুণের পেছনে বড় শক্তি আছে

রাইসির মৃত্যুতে যা বললেন বিশ্ব নেতারা