মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার দায়িত্বজ্ঞানহীন, তাই একের পর এক অগ্নিকাণ্ড : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সিদ্দিকবাজার-বঙ্গবাজারসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটছে সে সম্পর্কে বলতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার দায়িত্বজ্ঞানহীন। কোথাও ঠিকমত দায়িত্ব পালন করতে পারছে না। তাই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার বঙ্গবাজার অগ্নিকাণ্ডে হাজার কোটি টাকা কাপড় পুড়ে গেছে। কিছুদিন আগেও সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হলেন। এরপর মানুষকে কীভাবে এসব দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, তার কোনো পরিকল্পনা নেই। সড়কপথও যেনো মৃত্যুকূপ। প্রতিদিনই সড়ক দূর্ঘটনায় অসংখ্য লোক মারা যাচ্ছে।’

বুধবার (৫ এপ্রিল) বিকেলে মালিবাগ স্কাই সিটি হোটেলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ১২দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার সংবিধান লঙ্ঘন করে একের পর এক বেআইনি কাজ করে যাচ্ছে। মঙ্গলবার কুমিল্লায় যুবদলের এক ইফতার মাহফিলে পুলিশ হামলা চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে আটক করে। আজ (বুধবার) সকালে নরসিংদী জেলা বিএনপির কমিটির এক সভায়ও পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এছাড়া নাটোর, খুলনাসহ সারাদেশে বিএনপির সভায়, ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার এমনভাবে কথা বলে যেনো এদেশের চেয়ে বেশি গণতন্ত্র আর কোথাও নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে আর লাভ নেই। এবার রুখে দাঁড়াতে হবে। এরা জাতির বড় ক্ষতি করছে। গণতন্ত্র ধ্বংস করেছে। ভোটাধিকার হরণ করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এদের কাছে কেউ নিরাপদ নয়। সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ ও জনগণের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যায় সবাই ঐক্যবদ্ধ হয়ে আরেকটি সংগ্রাম গড়ে তুলতে হবে।’

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইবরাহিম। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, হাবিবুর রশিদ হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম বিন সাঈদী, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ১২ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার হচ্ছে

বুধবার (৫ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, ‘সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ ব্যবহার করছে। ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে-বিদেশে সমালোচিত। এরপরও সরকার এই আইনের যথেচ্ছ ব্যবহার করছে। এ আইনকে যথেচ্ছ প্রয়োগের মাধ্যমে সাংবাদিক, ভিন্নমতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীর ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, যাতে কেউ সরকারের বিরুদ্ধে গলা উঁচু করে কথা বলতে না পারে।’

মঙ্গলবার চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এই বিবৃতি দেন।

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০