সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের সামনে আরেকটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। বন্দরনগরী চট্টগ্রামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে তারা। এই ম্যাচটি জিতলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। জয়কে পাখির চোখ করেই আজ মাঠে নামবেন সাকিবরা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

পয়মন্ত ভেন্যুতে নিজেদের জয়ের ছন্দ ধরে রাখতে চান টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ (২-১) এড়িয়েছিল স্বাগতিকরা। এরপর পয়মন্ত ভেন্যুতে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিলেন তারা। পরের গল্পটা তো সবারই জানা। মিরপুরে বাকি দুটি ম্যাচে বিশ্বচ্যাম্পিয়দের হারিয়ে ইতিহাস রচনা করেছিলেন সাকিবরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ (৩-০) করেছিলেন তারা। ইংল্যান্ড সিরিজের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচের ভেন্যুই চট্টগ্রাম। বন্দরনগরীতে প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ২২ রানে আইরিশদের হারিয়েছে বাংলাদেশ। জয়ের ছন্দটা দ্বিতীয় ম্যাচে ধরে রাখার পাশাপাশি টাইগারদের লক্ষ্য এখন- আজই সিরিজ নিশ্চিত (২-০) করা।

আইরিশদের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত ছিলেন স্বাগতিকরা। চট্টগ্রামে লিটন দাস ও রনি তালুকদারের বিস্ফোরক ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে। বৃষ্টি বাগড়া না দিলে হয়তো গত সোমবার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড গড়ে ফেলতেন টাইগাররা! ব্যাটসম্যানদের পর বল হাতে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। আর তাতে ‘পুড়ে ছাই’ আইরিশ ব্যাটিং শিবির। ৮ ওভারে ১০৪ রান তাড়ায় সফরকারীরা তুলতে পারে ৫ উইকেটে ৮১ রান।

প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও দাপুটে পারফরম্যান্স দেখাতে চাইবেন স্বাগতিকরা। একদিনের বিরতি হওয়ায় গতকাল অনুশীলনের কোনো বাধ্যবাধকতা ছিল না। খেলোয়াড়রা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। সবাই বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। তবে সিরিজ বাঁচাতে মরিয়া আয়ারল্যান্ড এদিন অনুশীলন করেছে। প্রথম ম্যাচ হারায় দলটির অধিনায়ক পল স্টিরলিং হতাশা প্রকাশ করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তার। এ লক্ষ্যেই নিজেদের কঠোরভাবে ঝালিয়ে নেওয়া। আর টি-টোয়েন্টি সংস্করণ বলেই তারা আশা ছাড়ছে না। প্রথম ম্যাচের হারের দুঃস্বপ্ন কাটিয়ে দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ বাঁচানোকেই এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন আইরিশরা।

২০১২ সালের সফরে আয়ারল্যান্ডকে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানেই হারিয়েছিল বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশের মাটিতে এবার স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন আইরিশরা। আজকের ম্যাচটি জিতলে এটি হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং সবমিলিয়ে তাদের ১২তম টি-টোয়েন্টি সিরিজ জয়।

 

এ জাতীয় আরও খবর

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের

সারাবিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে: ইসি আলমগীর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রস্তুতি শুরু

পদ স্থগিতের পর ডিপজল বললেন, নিপুণের পেছনে বড় শক্তি আছে

রাইসির মৃত্যুতে যা বললেন বিশ্ব নেতারা