বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মরক্কোর কাছে হেরেই গেল ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে ধরাশায়ী করা মরক্কো এবার ব্রাজিলকে হারালো। ঘরের মাঠে প্রীতি ম্যাচে তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে জিতলো।

আজ রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে হওয়া ম্যাচের ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার বাড়ানো বল আদায় করে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রনি। বল পোস্টের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। রনি ২৪ মিনিটে আবারো সুযোগ পান। তার নেওয়া বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। খানিক পর আন্দ্রে সান্তোসের ডান পায়ের শটও বোনো প্রতিহত করেন।

স্বাগতিক দর্শকদের ২৯ মিনিটে আনন্দের উপলক্ষ এনে দেন ফরোয়ার্ড সোফিয়ান বাউফল। সতীর্থ বিলাল এল খানৌসের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া ডান পায়ের কিকে লক্ষ্যভেদ করে মরক্কোকে লিড পাইয়ে দেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোল শোধে হয়ে ওঠে মরিয়া। ৪১ মিনিটের মাথায় ডিফেন্ডার অ্যালেক্স টেলেসের পাসে বল নিয়ে ডান পায়ে দূরপাল্লার শট নেন ভিনিসিয়াস জুনিয়র। পোস্টের সামান্য উপর দিয়ে বল বেরিয়ে গেলে বিরতির আগে সেলেসাওরা সমতায় ফিরতে পারেনি।

ম্যাচের ৪৮ মিনিটে রদ্রিগোর দূরপাল্লার শট জালের ঠিকানা খুঁজে পায়নি। মিনিট ছয়েক পর ইউসেফ এন-নেসিরির পাসে মিডফিল্ডার আজ্জেদিন ওনাহির শট ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক ওয়েভারটন।

লুকাস পাকুয়েতার কাছ থেকে বল নিয়েই ডান পায়ের দূরপাল্লার শট নেন ব্রাজিলের অধিনায়কত্ব করা কাসেমিরো। বল গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে জালে প্রবেশ করলে ৬৭ মিনিটে অতিথি দল সমতায় ফেরে।

ব্রাজিলের গোল শোধের স্বস্তি ১২ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ডি বক্সের ভেতর হেডে বল ক্লিয়ারে ব্যর্থ হন পাকুয়েতা। সেই সুযোগে ওয়ালিদ চেদিরা বুক দিয়ে বল রিসিভ করে দেন ছোট পাস। সেটি আদায় করেই মিডফিল্ডার আবদেলহামিদ সাবিরি ডান পায়ের হাফ ভলিতে বল উঁচু অংশে লেগে গোললাইনের ভেতর ড্রপ খায়। স্বাগতিক দর্শকদের চিৎকারে প্রকম্পিত হয় স্টেডিয়াম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে অ্যান্টনির দূরপাল্লার শট অল্পের জন্য নিশানাভেদ না করায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও তিন দিন থাকতে পারে তাপপ্রবাহ

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার