ইতিহাস গড়লেন টাইগার ৩ পেসার
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এটি টাইগারদের ওয়ানডে ইতিহাসে উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে বাংলাদেশ ৫টি ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিল। বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজও ঘরে তুলল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বাংলাদেশ এদিন ১০ সংখ্যার আরও একটি রেকর্ডও গড়ে। সেটি হলো নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিল টাইগার পেসাররা। হাসান মাহমুদ ৮.১ ওভারে ৩২ রানে ৫ উইকেট তুলে নেন। ৩টি উইকেট পান তাসকিন আহমেদ। আর দুটি উইকেট দখল করেন এবাদত হোসেন।
ওয়ানডেতে আগে সর্বোচ্চ ছিল ৮ উইকেট। ১২ বার এমনটা করলেও এবারই প্রথমবার ইতিহাস গড়ে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এদিন বোলিংয়েই আসেননি সাকিব আল হাসান। দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ৪ ওভার।