মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

অভিনেতা খালেকুজ্জামান আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান। আজ মঙ্গলবার সকালে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরণ্যে এই অভিনেতা। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন একাধিক নির্মাতা ও অভিনেতা। মৃত্যুকালে খালেকুজ্জামানের বয়স হয়েছিলো ৭২ বছর। এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অভিনেতা মো. খালেকুজ্জামান আজ সকাল ১১টায ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ আসর বিমানবন্দর কার্গো গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে, তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৩টায় নিকেতন মসজিদে। এরপর দ্বিতীয় জানাজা শেষে রাতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নরসিংদীর জয়নগরে। সেখানেই চিরনিন্দ্রায় শায়িত হবেন এই অভিনেতা।

নির্মাতা শিহাব শাহীন বলেন, তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। টিভি নাটকে তার যাত্রা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, ‘আমার অনেক প্রিয়, অনেক দিনের সহকর্মী খালেক ভাই আজ সকালে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই ২০০৭ সাল থেকে “এক্স ফ্যাক্টর” দিয়ে খালেক ভাই এর সাথে পথ চলা। অসংখ্য কাজ হয়েছে খালেক ভাইয়ের সাথে। আজ ছেড়ে চলে গেলেন। দারুন ভালো একজন মানুষ ছিলেন খালেকুজ্জামান।’

উল্লেখ্য, ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। সেসময়ে তিনি নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে কামাল আহমেদ পরিচালিত ‘অনির্বাণ’ সিনেমায় অভিনয় করেন। অভিনয়জীবনের শুরুতে টিভিতে ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন খালেকুজ্জামান। সে সময় লাকী ইনাম, সিরাজ হায়দারের কাছ থেকে মঞ্চনাটক নির্দেশনায়র ডাকও পান তিনি।

কিন্তু ব্যবসায় এবং এর পাশাপাশি অভিনয়ে সম্পৃক্ত থাকার কারণে মঞ্চে তার নাটক নির্দেশনা দেওয়া সম্ভব হয়ে উঠেনি। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন তিনি মঞ্চনাটকে নির্দেশনা দিয়েছেন। নরসিংদীর ডা. কামসুজ্জামান ও শায়েস্তা আক্তার জামান দম্পতির সন্তান খালেকুজ্জামানের জন্ম শান্তাহারে।

এ জাতীয় আরও খবর

চেন্নাইয়ের পঞ্চম শিরোপা

শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান আর নেই

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম