শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন এশিয়া লায়ন্স, ম্যাচসেরা রাজ্জাক

news-image

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩ বছর আগে। বয়স পেরিয়ে গেছে ৪১। তবে বল হাতে উঠলে এখনো প্রতিপক্ষের ব্যাটারদের জন্য মূর্তমান আতঙ্ক হয়ে দাঁড়ান আব্দুর রাজ্জাক। বাংলাদেশের সাবেক এই বাঁহাতি স্পিনার ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিলেন লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের ফাইনালে। তার ঘূর্ণিতে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো এশিয়া লায়ন্স। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার।

ওয়ার্ল্ড জায়ান্টসের ৪ উইকেটে ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে এশিয়া লায়ন্স ১৬.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ২৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে এশিয়ান লায়ন্স।

ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শেন ওয়াটসনের ওয়ার্ল্ড জায়ান্টস। অধিনায়ক শহীদ আফ্রিদি প্রথম ওভারেই বল তুলে দেন রাজ্জাকের হাতে। সেই ওভারে মাত্র ৩ রান খরচ করেন রাজ্জাক। তৃতীয় ওভারে আবারও রাজ্জাকের হাতেই ভরসা করেন আফ্রিদি। এসেই মরনে ফন উইক আর শেন ওয়াটসনকে ফেরান রাজ্জাক। দুজনই রানের খাতা খুলতে পারেননি। ওই ওভারে মাত্র ১ রান নিতে পারে ওয়ার্ল্ড জায়ান্টস। সব মিলিয়ে ৪ ওভারে খরচ করেন মাত্র ১৪ রান।

শেষপর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে ওয়ার্ল্ড জায়ান্টস। আর তাতে মূল অবদান জ্যাক ক্যালিসের, যিনি ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৩৩ বলে ৩২ রান করেন রস টেলর। রাজ্জাক ওভারপ্রতি রান খরচ করেন সাড়ে ৩ করে।

রাজ্জাক ফাইনাল সেরা হলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন উপল থারাঙ্গা। ৬ ম্যাচে ব্যাট করতে নেমে সব থেকে বেশি ২২১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে ৩টি হাফ-সেঞ্চুরি করছেন এই লঙ্কান।

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ