বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঢাকাসহ ১৩ মহানগরে বিএনপির সমাবেশ, কার দায়িত্বে কোন বিভাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ ১৩ মহানগরে ১০ দফা দাবি এবং সরকারের সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে আজ শনিবার সমাবেশ করবে বিএনপিসহ সমমনা ৫৪ রাজনৈতিক দল ও সংগঠন। এই সমাবেশ সফল করতে বিএনপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে।

জানা গেছে, দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যৌথভাবে সমাবেশ করবে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ মহানগর। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি থাকবেন দলটির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বাকি মহানগরে বিএনপির সিনিয়র নেতাদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, কুমিল্লায় নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী ও রংপুরে সেলিমা রহমান দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সিলেটে বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বরিশালে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, গাজীপুরে বরকত উল্লাহ বুলু, ফরিদপুরে মোহাম্মদ শাহজাহান, রাজশাহীতে অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ময়মনসিংহে শামসুজ্জামান দুদু দায়িত্ব পালন করবেন।

এদিকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শেষে মিছিল করবে। একই সময়ে বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে ‘১২ দলীয় জোট’। আর ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে।

‘গণফোরাম’ বেলা ১১টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে প্রতিবাদ সমাবেশ করবে। আর ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট’ সমাবেশ করবে জাতীয় প্রেসক্লাবের সামনে।

‘এলডিপি’ বিকেল ৩টায় কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করবে। আর দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করবে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’।

 

এ জাতীয় আরও খবর

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর

তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না: তথ্যমন্ত্রী

চকবাজারের ইফতার ব্যবসায়ীরা প্রস্তুত

১০ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

হোটেলে ফেরার পথে অজ্ঞান হন শাকিব, পরে ওঠে ধর্ষণের অভিযোগ

কাউকে ভোটের মাঠে আনা ইসির কাজ না : রাশেদা সুলতানা

এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার

পেসারদের তোপে আয়ারল্যান্ড ১০১ রানে অলআউট

সিলেট শহরে অসহনীয় যানজট!! ভোগান্তিতে জনসাধারণ

জাতিসংঘে পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের দেওয়া আগুনে ঝলসে চিকিৎসাধীন ভাবির মৃত্যু

রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয়