বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ার জয়ধ্বনি থামছেই না

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় তারকাশিল্পীদের একজন জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। হচ্ছেন প্রশংসিত ও পাচ্ছেন স্বীকৃতিও।

এর মধ্যে ভারতের অন্যতম চলচ্চিত্রবিষয়ক সম্মাননা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এ তিন তিনবার পুরস্কার পেয়েছেন জয়া। এবারও এই পুরস্কারের মনোনয়নের তালিকায় এসেছে তার নাম। তা দেখে অনেকটা স্পষ্ট- ওপার বাংলাতেও জয়ার জয়ধ্বনি থামছেই না।

আগামীকাশ শুক্রবার কলকাতায় বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’র এবারের আসর। এতে সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। আর তার সঙ্গে এই পুরস্কার জেতার লড়াইয়ে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী- গার্গি রায়চৌধুরী, পিয়ালি সামান্তা, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী ও স্বস্তিকা মুখার্জি।

কলকাতায় জোড় গুঞ্জন চলছে, এবারও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’র পুরস্কার নিজের ঝুলিতেই তুলবেন জয়া। আর এবার পুরস্কার যদি তার ঘরেই আসে, তবে হ্যাটট্রিকের খাতায় নাম লেখাবেন তিনি।

বিষয়টি নিয়ে জয়া নিজেও বেশ চিন্তিত ও উচ্ছ্বাসিত। এই অভিনেত্রীর ভাষ্য, ‘জানি না কি হয়। খুব ভয়ে আছি। আবার এই ভেবে আনন্দ লাগছে এবারও আমার নামটি মনোনয়ন খাতায় এসেছে। এবার যারা মনোনয়ন পেয়েছেন তারা সবাই এই স্বীকৃতির যোগ্য। এখন দেখা যাক কি হয়।’

এর আগে, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০১৭’ আসরে কৌশিক গাঙ্গুলির ‘বিসর্জন’ সিনেমা দিয়ে অর্জনের গল্পটা শুরু করেন জয়া। আর ২০১৮ সালে প্রথমবার জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন তিনি। এরপর ২০২০ সালে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য জনপ্রিয় শাখায় সেরা অভিনেত্রী (সমালোচক) হিসেবে ফের পুরস্কৃত হন। পরের বছর ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক পুরস্কার জয় করেন।

এ জাতীয় আরও খবর

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্ত তরুণের আত্মহত্যা

দাবদাহে তিস্তাপাড়ে সেচের আশীর্বাদ হিমালয়ের বরফগলা পানি

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার

যেসব অভিযোগে মামলা হবে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অজস্র অভিযোগ: হারুন

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিন; শিল্প মালিকদের প্রধানমন্ত্রী

সব মানুষ বলছে সরকার অধিকার হরণ করছে: ফখরুল

বিএনপি কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ: ওবায়দুল কাদের

হাসপাতালে খালেদা জিয়া

কাল থেকে কমতে পারে তাপমাত্রা, শুরু হবে বৃষ্টি

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার