সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিন রিকশা চালাচ্ছেন, ছবি ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : রাজধানীতে রিকশা চালাচ্ছেন ক্রিকেটার তাসকিন। তার রিকশার যাত্রী আরও দুজন বিখ্যাত ক্রিকেটার। তারা হলেন দুই ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার ও আদিল রশিদ। প্রথম দেখায় যে কারো অবাক হওয়ারই কথা। এমন দৃশ্যের দেখা মিলল ব্রিটিশ হাইকমিশনে।

আজ রোববার সন্ধ্যায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। সেই আয়োজনে যোগ দিতে বাটলার-মুশফিকরা হাজির হয়েছিল ব্রিটিশ হাইকমিশনে।

যেখানে বাংলাদেশ দলের পক্ষে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তৌহিদ হৃদয় ও হাসান মাহমুদ। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইংল্যান্ড দলের হয়ে উপস্থিত ছিলেন জস বাটলার, আদিল রশিদ, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্যাম কারান, মঈন আলীর মতো ক্রিকেটাররা।

এইসময় রিকশাচালকের ভূমিকায় দেখা যায় ক্রিকেটার তাসকিন আহমেদকে। পেছনে যাত্রী হিসেবে ছিলেন দুই ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার ও আদিল রশিদ। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাসকিন জানান, ‘আর্চার ও রশিদদের সঙ্গে একটু দুষ্টুমি।’

আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এরপর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুদল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটিও হবে দুপুর ১২টায়।

এ জাতীয় আরও খবর

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের

সারাবিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে: ইসি আলমগীর

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রস্তুতি শুরু

পদ স্থগিতের পর ডিপজল বললেন, নিপুণের পেছনে বড় শক্তি আছে

রাইসির মৃত্যুতে যা বললেন বিশ্ব নেতারা