সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুপ চেটিয়ার বক্তব্যে স্পষ্ট অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল তারেক : তথ্যমন্ত্রী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল, সুতরাং ১০ ট্রাক অস্ত্র পাচার করে ভারতবর্ষেও তারা অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। যে কথাটি আমরা এতদিন বলে আসছিলাম। বিএনপির মন্ত্রী-এমপি, হাওয়া ভবন ও হাওয়া ভবনের বরপুত্র তারেক রহমান যে অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল অনুপচেটিয়ার সাম্প্রতিক বক্তব্যে তা স্পষ্ট হয়েছে।’

শুক্রবার রাত আটটায় চট্টগ্রাম সার্কিট হাউসে উন্নয়ন সমন্বয় সভার আগে ভারতীয় সন্ত্রাসী অনুপ চেটিয়ার দেওয়া বক্তব্যে তৎকালীন বিএনপি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ১০ ট্রাক অস্ত্র আনা ও খালাসের ব্যাপারে সহযোগিতা করেছে বলে বক্তব্য দিয়েছেন- এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘শনিবার বিএনপি সারাদেশের জেলায় জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে। এগুলো করে তারা আসলে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, জনগণের পাশে থাকা। দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে। সেজন্যই আমরা শান্তি সমাবেশ করছি।’

তিনি বলেন, ‘আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না। কিন্তু যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়েছে, জনগণের সম্পত্তিতে আগুন দিয়েছে, তারা যে আবার কখন একই কাজ করবে, সেটি বলা যায় না। তাই সমগ্র বাংলাদেশে আমরা আগামীকাল প্রত্যেকটি জেলায় শান্তি সমাবেশ করব। কারণ বিএনপির মূল উদ্দেশ্য হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মাঠের রাজনীতি করে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন যেমন মাটি ছিলাম, সরকারি দল হলেও সবসময় মাঠে আছি এবং থাকবো।’

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর ঘোষণা করেছিলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাশের কোনো দেশে অশান্তি সৃষ্টি করা আমরা সহ্য করব না। সেই কারণে এ ধরনের চোরাচালান এবং অস্ত্র চোরাচালান পরিপূর্ণভাবে বন্ধ করা হয়েছে।’

হাসান মাহমুদ বলেন, ‘গত বছর আমি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সফরে গিয়েছিলাম। বিএনপির সময়ে হাওয়া ভবন এবং তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় অস্ত্র চোরাচালান হয়েছে। বর্তমানে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে সেগুলো হচ্ছে না, সেজন্য আসামের মুখ্যমন্ত্রী আমার কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।’

রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামের উন্নয়ন সমন্বয় সভার কার্যক্রম চলছিল। আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০