সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাথুরু ঢাকায় পৌঁছেই ব্যস্ত হয়ে পড়বেন

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে ২৪ ফেব্রুয়ারি। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে ঢাকায় পৌঁছাবেন ২০ ফেব্রুয়ারি। পরের দিন থেকেই ব্যস্ত সময় কোচের। জাতীয় দল-সংশ্নিষ্টদের নিয়ে টানা মিটিং করবেন হাথুরুসিংহে। জাতীয় দল নির্বাচক প্যানেল, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বসবেন তিনি। অর্থাৎ ঢাকায় পৌঁছেই ব্যস্ততায় ডুবে যাবেন প্রধান কোচ।

ওয়ানডে অধিনায়ক তামিমকে পেলেও টি২০ অধিনায়কের জন্য অপেক্ষা করতে হবে কোচকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলে দেশে ফেরার বিমান ধরবেন তিনি। ঢাকায় পৌঁছেই হোটেলে দলের সঙ্গে যোগ দেবেন। কারণ এক দিন পরই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ইংলিশদের বিপক্ষে একদিনের সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের খেলা। যেখান থেকে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টা থাকবে বাংলাদেশের। হাথুরুসিংহেও চাইবেন নিজেকে ম্যাজিক কোচ হিসেবে প্রমাণ করতে। মিরপুরে ট্রিকি উইকেট বানিয়ে টানা দুই ম্যাচ জিতে চট্টগ্রামে যেতে। এদিক থেকে হাথুরুসিংহেকে কিছুটা সৌভাগ্যবানই বলতে হবে। এবার তাঁকে উপমহাদেশের কোনো দলের বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক করতে হচ্ছে না। ইউরোপের দলের বিপক্ষে খেলা হওয়ায় জয়ের ব্যাপারে কিছুটা নির্ভার থাকতে পারবেন।

কোনো সন্দেহ নেই হাথুরুসিংহের গেম প্ল্যান সেরা। প্রতিপক্ষ মাথায় রেখে স্পিন বা পেস বোলিংনির্ভর দল বেছে নেন তিনি। ব্যাটসম্যানদের অর্ডার ঠিক করেন পজিশন অনুযায়ী পারফরম্যান্স মূল্যায়ন করে। তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকেও পরিসংখ্যান পর্যালোচনা করে সাফল্য-ব্যর্থতার কারণ বলে দিয়েছেন ২০১৪ থেকে ২০১৭ মেয়াদে। তিনি থাকাকালে তিন সংস্করণেই ভালো করেছিল বাংলাদেশ। সে কারণেই তাঁর মতো একরোখা কোচকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে বোর্ড। বিসিবি আশা করছে, অস্ট্রেলিয়াপ্রবাসী শ্রীলঙ্কান এ কোচ আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সাফল্য এনে দেবেন।

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০