সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরিয়ডের সময় ছুটির আইন পাস করল স্পেন

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে ঐতিহাসিক পদক্ষেপ নিলো স্পেন। দেশটিতে পিরিয়ড বা মাসিক ঋতুচক্রের সময় মেয়েদের চাকরি থেকে ছুটি দেওয়ার প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছেন আইন প্রণেতারা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। এর ফলে ইউরোপের প্রথম হিসেবে এমন সাহসী পদক্ষেপ নিয়েছে স্পেন। খবর উইওয়ান

আইনটি অনুমোদনের সঙ্গে সঙ্গে দেশটির সমতা মন্ত্রী আইরিন মন্টেরোও টুইটারে লেখেন, ‘নারীবাদী অগ্রগতির জন্য আজ ঐতিহাসিক দিন।’

তবে, এই আইনে পিরিয়ডের সময় নারীরা কত দিন ছুটি পাবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অনুমোদন দেওয়া আইনে আরও বলা হয়েছে, এই ছুটি পেতে অবশ্যই চিকিৎসকের সনদপত্র জমা দিতে হবে।

এদিকে আইনটি চূড়ান্ত অনুমোদনের পর স্পেন জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশটির প্রধান বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন আইনটির সমালোচনা করেছে। তাদের দাবি, এই আইনের ফলে নারীদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এমনকি কর্মক্ষেত্রে পুরুষ কর্মী নিয়োগের দিকে ঝুঁকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান।

স্পেনের অন্যতম বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউজিটি সতর্ক করেছে বলছে, এটি কর্মক্ষেত্রে নারীদের কলঙ্কিত করতে পারে এবং চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুরুষদের সুবিধা দেওয়া হতে পারে।

দেশটির প্রধান বিরোধী দল রক্ষণশীল পপুলার পার্টিও (পিপি) সতর্ক করেছে। দলটি বলছে, এই আইনটি নারীদের জন্য ‘কলঙ্কজনক’ হতে পারে। এছাড়া শ্রমবাজারে নারীদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পাড়ে।

উল্লেখ্য, স্পেনে পিরিয়ড বা মাসিক ঋতুচক্রের সময় মেয়েদের চাকরি থেকে ছুটি দেওয়ার একটি প্রস্তাব গত ১৭ মে মন্ত্রিসভায় তোলা হয়।

এদিকে, বিশ্বে পিরিয়ড কালীন মেয়েদের ছুটি দেওয়ার আইন এই প্রথম নয়। এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া ও জাম্বিয়াতে বেতনসহ ছুটি দেওয়ার আইন রয়েছে। কিন্তু মেয়েদের ছুটি নেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে যথেষ্ট পরিমাণে।

জাপানে ১৯৪৭ সাল থেকে এই আইন কার্যকর রয়েছে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ১০ শতাংশের কম নারী এই ছুটি নিয়ে থাকেন। এর কারণ হিসেবে উল্লেখ করেন, তারা ঊর্ধ্বতন পুরুষ সহকর্মীর কাছে এই ছুটির আবেদন করতে চাননি। আবার অনেকে এই ছুটি নেওয়ার কথা ভাবলেও শেষ পর্যন্ত নেননি।

এ জাতীয় আরও খবর

মেয়রের সামনে কাউন্সিলরকে জুতাপেটা করলেন চামেলী!

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

নির্বাচনের পর আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকার : ফখরুল

২৪ উপজেলায় ইভিএমে ভোট হবে মঙ্গলবার

এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ!

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় আমরা জড়িত নই: ইসরায়েলি কর্মকর্তা

কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

‘গিভ অ্যান্ড টেকের অফার অনেকেই দেয়, মেডিকেলের স্যারও দিয়েছিল’

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

৪ দিনেও খোঁজ মেলেনি ভারতে নিখোঁজ এমপি আনারের

বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার কোটি টাকা ও স্বর্ণ পদক

অটোরিকশা চালকদের তাণ্ডবের ঘটনায় ৪ মামলা, আসামি প্রায় ২৫০০