বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

রনির ঝড়ে বৃথা গেল হৃদয়ের ফিফটি

news-image

নিজস্ব প্রতিবেদক : তৌহিদ হৃদয় ফিফটি মানেই সিলেট স্ট্রাইকার্সের জয়। চলতি বিপিএলে এটাই যেন পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। হৃদয়ের আগের চার ফিফটিতেও জয় পেয়েছে তাঁর দল। গতকাল তিনি খেলেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস। কিন্তু তাঁর ঝোড়ো ৮৫ রানের সুবাদেও এবার আর জিতল না সিলেট। বোলারদের অসহায়ত্বের ম্যাচে তারা রংপুর রাইডার্সের কাছে হেরেছে ৮ উইকেটে।

হৃদয়ের পর মুশফিকুর রহিমের অপরাজিত ৫৫ রানে ভর করে ২ উইকেটে ১৭০ রান করে সিলেট। জবাবে রনি তালুকদারের ৬৬ ও নাঈম শেখের ৪৫ ও শোয়েব মালিকের অপারজিত ৩৯ রানের ইনংসে ১২ বল হাতে রেখেই লক্ষ্য তাড়া করে রংপুর। দল না জিতলেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন হৃদয় (৩৭৩)।

গত পরশু শেষ চার ঠিক হয়ে হওয়ায়, বিপিএলে সামনের ম্যাচগুলো বেশ উত্তাপ ছড়ানোর কথা ছিল না। কিন্তু রংপুরের জয়ে উত্তাপের আবহ তীব্র হয়ে গেল। পয়েন্ট টেবিলের চারে এখন রংপুর। এতে শীর্ষ চারের তিন দলেরই ১০ ম্যাচে ১৪ পয়েন্ট করে। এক ম্যাচে বেশি খেলা সিলেটের ১৬ পয়েন্ট।

লিগ পর্ব শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে, তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলবে। সেখান জিতলে চলে যাবে সরাসরি ফাইনালে। হেরে গেলে আবারও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার। তাই শীর্ষ দুইয়ে থাকার জন্য লিগ পর্বে সামনের ম্যাচগুলোয় খেলবে এ চার দল। চার দলের সামনেই উন্মুক্ত শীর্ষ দুইয়ের জায়গা। সবার নেট রান রেটও অনেকটা কাছাকাছি।

এ জাতীয় আরও খবর

ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর

তত্ত্বাবধায়ক সরকার কখনো ফিরে আসবে না: তথ্যমন্ত্রী

চকবাজারের ইফতার ব্যবসায়ীরা প্রস্তুত

১০ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের

হোটেলে ফেরার পথে অজ্ঞান হন শাকিব, পরে ওঠে ধর্ষণের অভিযোগ

কাউকে ভোটের মাঠে আনা ইসির কাজ না : রাশেদা সুলতানা

এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার

পেসারদের তোপে আয়ারল্যান্ড ১০১ রানে অলআউট

সিলেট শহরে অসহনীয় যানজট!! ভোগান্তিতে জনসাধারণ

জাতিসংঘে পানি সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের দেওয়া আগুনে ঝলসে চিকিৎসাধীন ভাবির মৃত্যু

রমজানে ৯ কার্যদিবস চলবে প্রাথমিক বিদ্যালয়