বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর থেকে ঢাকায় চলবে বুলেট ট্রেন

news-image

দিনাজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে ক্ষমতায় এলে ২০২৭ সালের মধ্যে দিনাজপুর থেকে ঢাকায় বুলেট ট্রেন চালু করতে রেলওয়ে মন্ত্রণালয়কে নিদের্শনা দিয়েছেন। এজন্য রেলওয়ে কর্তৃপক্ষ পরিকল্পা গ্রহণে কার্যক্রম শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর স্টেডিয়াম মাঠে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ও জেলা প্রশাসনসহ জেলা ক্রীড়া সংস্থার যৌথ সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘দেশের যুব সমাজকে সম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায় থেকে খেলাধুলায় মনোনিবেশন করতে হবে। এজন্য সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ এবং শিক্ষার পাশাপাশি শারীরিক গঠন সুস্থ জীবন হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের তাদের বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষায় প্রতিযোগিতার অংশ হিসেবে জেলা প্রশাসন ক্রীড়া সংস্থার মাধ্যমে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল নামে অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।’

তিনি আরও বলেন, ‘ছোট বেলা থেকে খেলাধুলায় নিয়োজিত এবং শিক্ষায় ব্যস্ত থাকলে কিশোর ও যুবকেরা অন্য কোনো নেশায় আসক্ত হতে পারবে না। এজন্য অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ছেলে-মেয়েদের শিক্ষার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ বাড়াতে আহ্বান জানান।’

তিনি বলেন, ‘দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনরায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আসনে বসাতে হবে। তবে সরকারে পরিকল্পনায় আগামী ২০২৭ সালে দিনাজপুর থেকে ঢাকাগামী বুলেট ট্রেন চলাচল করবে। এ জন্য রেলওয়ে মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণে কাজ শুরু করেছে। যমুনা নদীতে বঙ্গবন্ধুর সেতুর পাশে নতুন করে রেলওয়ে সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই সেতুর কাজ এখন জনসাধারণের কাছে এখন দৃশ্যমান হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানের দিনাজপুর জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, শহর আওয়ামী লীগের সভাপতি এসএম শামীম আলম সরকার আওয়ামী লীগ নেতা খালেকুজ্জামান রাজুসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ