বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন দেখে বাইরের দেশগুলোর অনেকের হিংসা হয় : বাণিজ্যমন্ত্রী

news-image

জবি প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করছি। আমাদের উন্নয়ন দেখে বাইরের দেশগুলোর অনেকের হিংসা হয়। দেশের উন্নয়নের গল্প শুনে গর্ব হয়। মনে হয়— হ্যাঁ আমরা একটি প্রদীপ পেয়েছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন আমরা সে স্বপ্নের পথেই হাঁটছি।’

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরাই দেশের প্রাণ। তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ইতোমধ্যে আমরা জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। অন্যান্য ক্ষেত্রগুলোতো আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে বিশ্বে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে। এটার সমাধানে কাজ করছি।’

এ সময় স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের এই অনুষ্ঠানে এসে পুরনো এই ভবনগুলো দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। নিজেকে একজন শিক্ষার্থী মনে হচ্ছে। আমার বয়স যেন মূল বয়স থেকে ২০ বছর নেমে গেছে। আমার সহধর্মিণীও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী। তাকে এ প্রতিষ্ঠানে পৌঁছে দিতেও এসেছি।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইগুলো দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করে। প্রতিটি অ্যালামনাই অনেক টাকা খরচ করে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে— এটাকে খারাপ বলবো না । কিন্তু আমি আরও খুশি হতাম যদি এ টাকা দিয়ে বিভাগের উন্নয়নে কাজ করা হতো। বর্তমানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বে মন্দা চলছে। বাংলাদেশও এ মন্দা কাটিয়ে উঠতে পারেনি। আমাদের সকলকে মন্দা মোকাবিলা করতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় করা যাবে না।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল ইসলাম পল্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, এমবিএ ডিরেক্টর অধ্যাপক ড. মিজানুর রহমান, শাহারিয়ার স্টিল লিমিটেডের এমডি মাসুদুর রহমান মাসুদ, এনামুল হক মোল্লাসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

ঢাকা কৃত্রিম মরুভূমিতে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন গোল্ডেন মনির

ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই

উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে-সিইসি

সোনার দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য: অর্থ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেই থাকবে : শিল্পমন্ত্রী

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

আবারও ঢাকাই সিনেমায় পাওলি দাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যানসার-সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ