শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২২-৩০ বছরে নারীদের মা হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : উপযুক্ত বয়সে নারীদের মা হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি নারীদের ২০ থেকে ৩০ বছরের মধ্যে মাতৃত্বের স্বাদ নেওয়ার আহ্বান জানিয়েছে। এই বয়সকেই তিনি নারীদের মা হওয়ার উপযুক্ত বয়স হিসেবে উল্লেখ করেছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার আসামের গুয়াহাটিতে বাল্যবিয়েবিরোধী এক সরকারি অনুষ্ঠানে তিনি এসব পরামর্শ দেন।

বিশ্বশর্মা বলেন, ‘নারীদের মা হওয়ার জন্য খুব একটা অপেক্ষা করা ঠিক নয়। ২২ থেকে ৩০ বছরই হলো সঠিক বয়স। এর পর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ‘ইদানিং দেখা যাচ্ছে নারীরা মা হতে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে থাকেন। কিন্তু এটা ঠিক নয়। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে।’

এছাড়া তিনি সতর্ক করেছেন আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাল্যবিয়ের অপরাধে হাজার হাজার পুরুষকে গ্রেপ্তার করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ১৪ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন অপরাধ হিসাবে গণ্য করা হয়। তা সে যতই সামাজিকভাবে বিয়ে হয়ে থাকুক না কেন।

 

এ জাতীয় আরও খবর