শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে পরস্পরের ছরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একে অপরকে কুপিয়ে আহত করেছে। শনিবার ভোরে ওই এলাকার মির্জা শাহজাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দাওসী গ্রামের মৃত বিল্লাল খাঁর ছেলে মো. আনোয়ারুল (৫০) এবং তার স্ত্রী মোসা. হালিমা (৪৮)। বাড়ির মালিকের বড় ভাই মির্জা রফিক তাদেরকে উদ্ধার কিরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। তারা কুনিয়া মির্জাবাড়ী এলাকার মির্জা শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া।

ওসি ইব্রাহিম হোসেন জানিয়েছেন, স্বামী আনোয়ারুল অসুস্থ হয়ে ঘরে থাকতেন। তিনি কোনো কাজ করতেন না। স্ত্রী হালিমা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার সকাল সাড়ে ৬টায় তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে স্বামী আনোয়ারুলকে তার স্ত্রী হালিমা তার শরীরের একাধিক স্থানে আঘাত করে। এসময় আহত স্বামী স্ত্রীকে পাল্টা ছরিকাঘাত করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন বাসায় জড়ো হয়। সকালে বাড়ির মালিকের বড় ভাই মির্জা রফিক রাস্তা দিয়ে হাঁটার সময় বাড়ির সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। পরে স্বামী-স্ত্রী একে অপরকে কুপিয়ে আহতের খবর পান। তিনি পুলিশকে খবর দিয়ে তাদেরকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান অ্যানি জানান, সকাল পৌনে ৯টায় তাদেরকে হাসপাতালে আনা হয়। আনোয়ারুলের গলায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। স্ত্রী হালিমার নাক, ঠোঁট ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে একই ধরনের অস্ত্রের আঘাতের গুরুতর জখম রয়েছে। প্রাথমিক চিকৎসার পর আহতাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বামী আনোয়ারুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

 

এ জাতীয় আরও খবর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন ৬১২ জন

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত