বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২ যুবক নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িতে আগুন

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুজন নিহতের ঘটনার একদিন পর প্রায় অর্ধশতাধিক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এ ছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অগ্নিসংযোগের ঘটনা নিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজনের অভিযোগ, আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর থেকে জিনিসপত্র লুট করে অনেকে। এমনকি গোয়ালঘর থেকে গরু নিয়ে গেছে।

সুমন নামে এক প্রতিবেশী বলেন, ‘দোষ করল একটি পরিবার অথচ এতগুলো মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিল। ঘর থেকে জোর করে নিয়ে গেছে গরু, ছাগল নগদ টাকাপয়সা। আমরা দোষীদের বিচারসহ শাস্তির দাবি জানাই ভুক্তভোগী গ্রামবাসী।’

এ বিষয় ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। এরপর আরও তিনটি ফয়ার সার্ভিস ইউনিট যোগ দেয়। দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’

অগ্নিসংযোগের ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) আশ্রাফ মিয়া বলেন, ‘ঘটনার পরপর আমরা ফুলবাড়ী, বিরামপুর, ঘোড়াঘাট থানা পুলিশ মাঠে কাজ করছি। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।’

উল্লেখ্য, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় ওমর আলী ও হায়দার আলীর মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। তাদের এই দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতে মামলা চলমান অবস্থায় ওমর আলীরা মাঝে মাঝেই জায়গাটি দখল নিতে আসেন। এ সময় হায়দার আলীরা বাধা দিলে ওমর আলীসহ তার পরিবারের ৫ থেকে ৬ জন সদস্য চাকু, ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করেন। এতে মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন নামে দুই যুবক নিহত এবং চারজন আহত হন। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর