শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার পতন আন্দোলনের দায়িত্ব নিয়েছে জনগণ: গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা জনগণের ভোট চাই। পুলিশ, সন্ত্রাসী ও গুণ্ডার ভোট চাই না। এই রাজনীতিটা এখন জনগণও বুঝতে পেরেছে। তারাও তাদের ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নেমেছে। সরকার পতন আন্দোলনের দায়িত্ব জনগণ নিয়েছে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কারাবন্দী এ বি এম মোশাররফ হোসেনের মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কয়েকদিন আগে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছিলেন। সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলল, অথচ বিএনপির সঙ্গে কথা বলেনি; এতে হয়ত আপনাদের কারো মন খারাপ হতে পারে। দেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গেই তিনি কথা বলেননি।’

যুক্তি তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘যখন পুলিশ কোনো অপরাধের তদন্তে আসে, তখন যার অপরাধ তার তদন্তে আসে। গণতন্ত্রের ডাকাত তো বর্তমান সরকার, গণতন্ত্রের ডাকাত তো বিএনপি না। ফলে এখানে বিএনপির সঙ্গে কথা বলা জরুরি না। কথা বললে সরকারের সঙ্গেই বলবে।’

তিনি বলেন, ‘যদিও স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেন, তা ধরা পড়ল ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের বিবৃতির মাধ্যমে। তারা বলেছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পর বিচারবহির্ভূত হত্যা হ্রাস পেয়েছে। এই নিষেধাজ্ঞা তারা জাস্টিফাই করল। আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হয়, সেই নির্বাচন যুক্তরাষ্ট্র বাংলাদেশে দেখতে চায়। সেই বার্তা দিতেই ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেছেন।’

বিএনপি নেতা গয়েশ্বর বলেন, ‘ফয়সালা রাজপথেই হবে। শেখ হাসিনাকে শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের সামনে কোনো শক্তিই শক্তি নয়। পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে এ দেশের অর্ধ-প্রশিক্ষিত জনগণের কাছে। আপনারা আবার ইতিহাস সৃষ্টি করবেন।’

এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি ছিল সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরিতা নয়। আর খালেদা জিয়ার পররাষ্ট্র নীতি ছিল বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। এটাই খালেদা জিয়ার জন্য কাল হয়েছে।’

ঢাকার কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ফোরামের গাজী মুহাম্মদ তৌহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুস সালাম, আজিজুল বারী হেলাল, আকন কুদ্দুসুর রহমান, হায়দার আলী খান লেলিন, স্নেহাংশু সরকার কুট্টি, ছাত্রদলের তানজিল হাসান প্রমুখ।

এর আগে বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাসাসের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়। এ সময় আরও ছিলেন জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক