শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের হাজতি চিকিসাধীন অবস্হায় মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কারাগারের আলাল মিয়া (২০) নামের এক হাজতি মারা গেছেন।মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজতি আলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মৃত রহিম মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার দিদারুল আলম  বলেন, আলাল মিয়া মাদকাসক্ত ছিলেন। ৭ জানুয়ারি একটি নারী-শিশু নির্যাতন মামলায় আলাল মিয়াকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। সোমবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।