শৌচাগারের জানালা দিয়ে নবজাতককে নিচে ছুড়ে ফেললেন তরুণী
অনলাইন ডেস্ক : সন্তান জন্মের পর মানুষের জানাজানির ভয়ে ফ্ল্যাট থেকে নবজাতককে নিচে ছুড়ে ফেলে দিয়েছেন এক তরুণী। সড়কে পড়ে থাকা সেই নবজাতককে কুড়িয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন স্থানীয় কয়েকজন। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব দিল্লির নয়া অশোক বিহার এলাকায়। এ ঘটনায় ওই তরুণীর নামে মামলা হয়েছে। হাসপাতালে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী ওই তরুণীর এখনো বিয়ে হয়নি। তিনি থাকেন নয়া অশোক বিহার এলাকার একটি আবাসনে। ভবনের নিচে নবজাতককে উদ্ধারের খবর পেয়ে ওই ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ওই তরুণীর কাছে যেতেই কিছুক্ষণ পরে তিনি কান্নায় ভেঙে পড়েন। জানান, নবজাতকটি তারই। এরপর তরুণীর বয়ান শুনে স্তম্ভিত হয়ে যান তদন্তকারীরা।
ওই তরুণী বলেন, তার বিয়ে হয়নি। কয়েক দিন আগে বাড়িতেই সন্তান প্রসব করেন। কিন্তু লোকদের জানাজানির ভয় পাচ্ছিলেন। তাই শৌচাগারের জানালা দিয়ে নবজাতককে ছুড়ে ফেলে দেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্যদের ভয়ে নিজের সন্তানকে খুন করেছেন তরুণী। আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।