শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের জীবনের ৩২ দিন কেড়ে নিয়েছে সরকার: মির্জা আব্বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : এক মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারামুক্ত হয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মির্জা আব্বাস বলেছেন, সরকার তাদের জীবন থেকে ৩২ দিন কেড়ে নিয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তারা।

কারাগারের সামনেই গাড়িতে দাঁড়িয়ে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের জীবনের ৩২ দিন এই সরকার কেড়ে নিয়েছে। এই বয়সে অসুস্থ অবস্থায় আমরা দেশের মানুষের কথা বলতে গিয়েছি, ভাগ্য নিয়ে কথা বলতে গিয়েছি, ভোটাধিকারের কথা বলতে গিয়েছি, খাদ্যের কথা বলেছি, বাজার দরের কথা বলেছি। এটা কি আমাদের অন্যায় হয়েছে? আমি কি অন্যায় করেছি? আমরা তো অন্যায় করি নাই, কোনো পাপ করি নাই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সরকার একে একে জেলে নিয়ে আমাদের জীবন থেকে বঞ্চিত করেছে, সময় থেকে বঞ্চিত করেছে, নেতাকর্মীদের থেকে বঞ্চিত করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, আজকে আমাদের মুক্তিটা একটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। তবে জেলখানায় আমাদের হাজার হাজার ছেলে রয়ে গেছে বন্দি। এই ছেলেদের দুঃখ-দুর্দশা আপনাদের সামনে আমি বর্ণনা করতে পারব না। এই ছেলেরা কীভাবে আছে, এক আল্লাহ জানে আর আমরা দেখে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের কাছে আশা রাখা মুশকিল, তারপরও বলব, আমাদের কারাবন্দিদের প্রতি আপনারা একটু বিবেকবান হবেন। একটু বিবেককে কাজে লাগান—দেখে যান তারা কেমন আছেন। সরকার বলেছে, পত্রিকায় দেখেছি তারা মানবিকতার কথা বলেছে। আমি সরকারের কাছে বলব, এই বন্দিদের প্রতি আপনারা মানবিক হন। এরা বন্দি নয়, এরা চোর নয়, এরা ডাকাত নয়, এরা রাজনৈতিক কর্মী। এরা দেশের কথা বলে।’

বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘ধন্যবাদ, আপনার আমার জন্য দোয়া করবেন। এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাব এবং আমার জন্য দোয়া করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ যে, তিনি আমাদের এমন একটি পরিবার উপহার দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

 

এ জাতীয় আরও খবর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে নির্বাচনের আগে প্রেসিডেনশিয়াল ডিবেট হওয়া দরকার: ইশরাক

মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর

হঠাৎ স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন ৬১২ জন

ভারতের সঙ্গে বাণিজ্যসহ একাধিক চুক্তি বাতিল করল পাকিস্তান

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

পারভেজ হত্যায় দোষ স্বীকার করে মাহাথিরের জবানবন্দি

ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও রপ্তানিতে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টা

ভারত নাকি পাকিস্তান, কার সেনাবাহিনী কতটা শক্তিশালী?

পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর স্থগিত