শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১০ বছর পর কমিটি, ৭ মাস না পেরোতেই বিদ্রোহ!

news-image

সিলেট ব্যুরো : প্রায় ১০ বছর পর গত বছরের জুলাই মাসে ২০ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার। সাত মাস না পেরোতেই সেই কমিটির বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। এ নিয়ে আজ শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া। পাশাপাশি আবাসিক হলগুলোতে অবস্থান নিয়ে তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ওমর শরিফ নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি আরও অপ্রীতিকর অবস্থার দিকে মোড় নিতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রাতেই ক্যাম্পাসে বিপুল পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে তারা শিক্ষার্থীদের থেকে দূরে অবস্থান করেছেন।

জানা যায়, কমিটি ঘোষণার পর শুরুটা ভালো হলেও গত বছরের শেষ দিকে বদলে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদারের স্থলে উপাচার্য হয়ে আসেন প্যারাসাইটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বদল আসে আরও কিছু প্রশাসনিক পদেও। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আবহ বদলের সুযোগ নিয়ে বিদ্রোহ শুরু করে ছাত্রলীগের একটি গ্রুপ। গত বিজয় দিবসের অনুষ্ঠান তারা পৃথকভাবে পালন করে।

একাধিক সূত্র বলছে, দুটো গ্রুপের আয়োজনেই বিশ্ববিদ্যায় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের এই বিদ্রোহ সংঘর্ষে রূপ নেয় আজ শুক্রবার একটি কর্মীসভাকে কেন্দ্র করে।

শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠানের ঘোষণা দেন। দুপুর আড়াইটায় আয়োজন শুরু হলে এতে বাধা দেন বিদ্রোহী গ্রুপ। গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন সহ-সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলাম। তাদের বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে দুই পক্ষে ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে। বিদ্রোহী গ্রুপকে একটি আবাসিক হলে আটকে রাখে ছাত্রলীগের অন্য কর্মীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ঢিল ছোঁড়াছুড়ি। এসময় পাঁচটি আবাসিক হলে থেকে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হন।

সহ-সভাপতি সাব্বির মোল্ল্যা ও তার অনুসারী জুনায়েদ আহমেদ শাহ পরান হলে ঢুকে সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে থাকা কয়েকটি কক্ষ ভাঙচুর করেন। শুক্রবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। একপর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সংঘর্ষ থামলেও বিকেলের দিকে আবারও সংঘর্ষে জড়ায় বিবাদমান দুটি অংশ। রাত পর্যন্ত চলেছে ধাওয়া পালটা ধাওয়া।

ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের দাবি, একটি অংশ ছাত্রলীগের সুনাম নষ্ট করতে চায়। কোনো ধরনের উষ্কানি ছাড়াই শরীফ হোসাইন, সাব্বির মোল্ল্যা ও সাংগঠনিক সম্পাদক আরমানের নেতৃত্বে হামলা হয়েছে। ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম স্থবির করে রাখতে এ হামলার ঘটনা বলে দাবি আশিকের।

অন্যদিকে, যুগ্ম সম্পাদক প্রান্ত ইসলাম দাবি করেন, ছাত্রলীগকে পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয় পাচ্ছেন বলেও অভিযোগ তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনিরুল ইসলাম জানান, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এমাদুল হোসাইন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের জন্য অনুমতি চেয়েছিল। তাদের শান্তিপূর্ণভাবে সভা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

শাহপরান থানার সহকারী পুলিশ কমিশনার শাহ জাহান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা