শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগাতিপাড়া প্রধান সড়কে দুর্ভোগ চরমে

news-image

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদরের পৌর এলাকার প্রধান ও জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জেলা শহর নাটোর থেকে বিহারকোল বাজার হয়ে উপজেলা পরিষদ, পৌরসভা, রেলস্টেশন, বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান এবং একমাত্র সড়ক এটি।

এই সড়ক দিয়েই প্রতিদিন ইউএনও, মেয়র, প্রকৌশলী, জেলা-উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রোগীসহ হাজার হাজার মানুষ চলাচল করে। প্রসুতি মায়েদেরও এই সড়ক দিয়েই স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। দীর্ঘদিন ধরে খানাখন্দের মধ্যেই চলাচল করতে হচ্ছে যানবাহনসহ পথচারীদের। তবে দীর্ঘদিন ধরে রাস্তার বেহালদশা হলেও পৌরসভা ও এলজিইডিসহ উপজেলা প্রশাসনের নজরে আসেনি জনদুর্ভোগের চিত্র। তাই চাপা ক্ষোভ বিরাজ করছে জনসাধারণের মধ্যে।

জানা যায়, উপজেলার প্রাণকেন্দ্র মালঞ্চিবাজার থেকে নাটোর-বাগাতিপাড়ার জনগুত্বপূর্ণ সড়কের কসবে মালঞ্চি পর্যন্ত প্রায় চার কিলোমিটার প্রসস্তকরণ ও সংস্কার কাজ ২০১৮ সালের মে মাসে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর (এলজিইডি) থেকে করা হয়। কিন্তু সড়কটি সংস্কারের বছর ঘুরতে-না-ঘুরতেই সোনাপাতিল এলাকায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রধান সড়কটির আধা কিলোমিটার জুড়ে সড়কের উপরে পানি জমে গর্তের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে এই ভাঙা স্থানগুলোতে জলাবদ্ধতায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কার করা হলেও পরিকল্পনার অভাবে এলাকায় পরের বছরই বিভিন্ন স্থানে ভেঙে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। তাছাড়া এই মহল্লাটি পৌর এলাকার হলেও পৌরসভা থেকে এলাকার পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি সড়কের ওই অংশে আরসিসি ঢালাইয়ের মতো স্থায়ী ও টেকসই ব্যবস্থার দাবিও এলাকাবাসীর।

পৌর এলাকার কয়েকজন ভ্যান ও অটোরিকশা চালক বলেন, ‘এই পথে চলতে গিয়ে আমাদের যানবাহন প্রায়দিনই বিকল হয়ে যায়। ফলে গোটা দিনের রোজগারই চলে যায় তা মেরামত করতে। তাহলে আমরা সংসার চালাবো কি করে।’

একই এলাকার আব্দুল মালেক বলেন, ‘এই রাস্তা দিয়ে যেতে হলে যেনো যুদ্ধ করতে হয়। কোনো গাড়িতে চড়েও যাওয়া যায় না আবার দীর্ঘ রাস্তা হাঁটাও যায়না। খুব বিপদে আছি আমরা। উপজেলার প্রধান সড়ক হওয়ায় বাধ্য হয়েই প্রতিনিয়ত আমাদের চলাচল করতে হয় কিন্তু এই রাস্তায় চলাচল করতে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি। মাঝে মধ্যে ছোট ছোট দুর্ঘটনার স্বীকার হতে হচ্ছে আমাদের।’

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল জানায়, ‘এই ভাঙা রাস্তা দিয়ে স্কুলে যেতে আমাদের খুব ভয় করে। আবার আমরা সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে না পারায় অনেক সময় জরিমানাও গুনতে হয়।’

প্রসূতি মা শারমিন বলেন, ‘এই রাস্তা দিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেলে আরও বেশি অসুস্থ হতে হয়। গেলেও সমস্যা না গেলেও সমস্যা এখন আমরা কি করবো।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আমাদের সময়কে বলেন, ‘সড়কটি মূলত পৌরসভার অধীনে। তারপরও উপজেলার প্রধান সড়ক হওয়ায় আমরা গত বছর সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়েছিলাম। তবে বরাদ্দ কম থাকায় অনুমোদন হয়নি। তবে নতুন বরাদ্দ সংগ্রহ করে দ্রুত সংস্কার করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।’

পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন আমাদের সময়কে বলেন, ‘সড়কটি পৌরসভার কিংবা এলজিইডির এটা বড় কথা নয়। এটি উপজেলার প্রধান সড়ক। তবে এই সড়কটি সংস্কার করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার সক্ষমতা এই পৌরসভার নাই। তাই এলজিইডিকে কাজটি করার জন্য আমরা অনাপত্তিপত্র ইতোমধ্যে দিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথাও বলেছি। এটা একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। গত বছর রাস্তাটি সংস্কারের জন্য একটি প্রকল্পে পাঠানো হয়েছিল তবে তা অনুমোদন না হওয়ায় আমি ও এলজিইডি মিলে পুনরায় চেষ্টা করছি।’

মেয়র আরও বলেন, ‘একটি প্রকল্পের মাধ্যমে ওই এলাকার পানি নিস্কাশনের ব্যবস্থা করার চেষ্টাও অব্যাহত রয়েছে।;

এ বিষয়ে জানার জন্য ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সঙ্গে তার অফিসিয়াল মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনে উত্তর না দিয়ে পাশে থাকা অন্য একজনকে ফোনটি ধরিয়ে দেন।

 

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ : পররাষ্ট্রমন্ত্রী

‌‘নামাজ পড়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে’

থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

৪১ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

আরও বাড়তে পারে গরম

ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু