বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার স্মরণশক্তি এখনো আগের মতো প্রখর: রওশন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশে চিকিৎসা শেষে অনেক দিন পর জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে রওশন এরশাদ বলেন, ‘আজকের এই শুভ দিনে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। যিনি তিলে তিলে গড়ে তুলেছেন আমাদের প্রাণপ্রিয় জাতীয় পার্টিকে। একইসঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় পার্টির সকল প্রায়ত নেতাকর্মীকে, যাদের অপরিসীম আত্মত্যাগের জাতীয় পার্টি আজও একটি শক্তিশালী রানৈতিক দল হিসেবে সুপ্রতিষ্ঠিত। আমার মনে পড়ছে, রবিউল ইসলাম রবি, তরুন বসু, হেডলি, স্বপন ঘোসসহ যারা এ দলের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের কথা। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

চিকিৎসা শেষে ঢাকায় ফিরে অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বলেন, ‘দীর্ঘ ১১ মাস পর আজ আমি এই প্রথম জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠবার্ষিকীতে সরাসরি উপস্থিত থেকে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনাদের সম্মুখে কিছু কথা বলতে সামর্থ্য হয়েছি। এতে আমি খুবই আবেগ আপ্লুত। আল্লাহর অশেষ রহমতে আমার স্মরণশক্তি এখনো আগের মতো প্রখর। ঢাকা এসে আমি অসংখ্য দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেছি। রাজনৈতিক বিষয় ও সমসাময়িক ঘটনা সর্ম্পকে সম্যক ধারণা (গ্রহণ) করেছি।’

অনেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন, এই দীর্ঘ সময়ে আমি ব্যাংককে একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আপনারাসহ দেশবাসী সবাই আমার জন্য দোয়া করছেন। আপনাদের দোয়ায় সুস্থ হয়ে আমি আবার দেশে ফিরে আসতে পেরেছি। সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি খুবই কৃতজ্ঞ। তিনি ব্যক্তিগতভাবে শত ব্যস্থতার মাঝেও আমার খোঁজ-খবর নিয়েছে। আমি আরও কৃতজ্ঞ আমার ছেলে সাদ এরশাদ, এমপি ও তার স্ত্রীর প্রতি। তারা দীর্ঘ সময় আমার পাশে থেকে নিয়মিত দেখাশোনা ও সেবা শুশ্রূষা করেছে।’

দলীয় কর্মকাণ্ড প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, ‘জন্মলগ্ন থেকে এ পার্টি জনগণের সামনে এমন কতগুলো কর্মসূচি তুলে ধরেছে, যা অন্য কোনো দলে দেখা যায়নি। বিশেষ করে জাতীয় পার্টি রাষ্ট্রের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগে পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দর্শন ছিল রাষ্ট্রের তিন বিভাগের ব্যাপারে পরিবর্তন সাধন। সে লক্ষ্যে তিনি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তিনি হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করে সাধারণ মানুষের দুয়ারে উচ্চ আদালতকে নিয়ে গিয়েছিন। তিনি প্রদেশ গঠন করে এককেন্দ্রীক প্রশাসনের বিকেন্দ্রীকরণ করেত চেয়েছিলেন। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক কাঠামোর পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো গড়তে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘আজ আমাদের দায়িত্ব হলো তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা। আজকের এ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি অঙ্গীকার করছি যে, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রদর্শিত পথে কাজ করে যাব। তার স্বপ্নের পতাকা ধারণ ও বহন করে যাব।’

সমাবেশে রওশন এরশাদের ডানপাশের চেয়ারে বসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এ সময় আরও উপস্থিত রয়েছেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, এ বি এম রহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, সদস্য আলমগীর সিকদার লোটন, সাইফুউদ্দিন আহম্মেদ মিলন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদকে এরশাদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি

বিশ্বকাপে অতিরিক্ত ক্রিকেটার নেবে না বিসিবি

সূচকের পতন প্রায় শতক ছুঁয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, সিদ্ধান্ত শনিবারের মধ্যে

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আরও তিন দিন থাকতে পারে তাপপ্রবাহ

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা