শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৩ মাস পর বড়পুকুরিয়া থেকে ওঠে গেল করোনার বিধিনিষেধ

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় দীর্ঘ ২ বছর ৯ মাস পর করোনার বিধি নিষেধ প্রত্যাহার করে নিয়েছে খনি কর্তৃপক্ষ। এখন থেকে শ্রমিকদের অবাধ চলাফেরা করতে আর কোনো বিধি নিষেধ থাকবে না।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার থেকে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় শ্রমিকদের জন্য করোনা বিধি নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনি এমডি সাইফুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে আজ দুপুর ২টার দিকে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সারা দেশে করোনা মহামারি কারণে বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত দেশী-বিদেশি প্রায় সাড়ে ৫ শতাধিক শ্রমিক করোনায় আক্রান্ত হয়। এরপর খনি কর্তৃপক্ষ এবং চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে খনি এলাকায় নিরাপদে থেকে শ্রমিকদের কাজ করার নির্দেশ জারি করা হয়েছিল। স্বাস্থ্য বিধি মেনে খনির মধ্যে শ্রমিকসহ খনিতে কর্মরত সংশ্লিষ্ট সকলকে খনিতে কাজের পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলিশনে থেকে কাজ করার বিধি নিষেধ আরোপ করা হয়। স্বাস্থ্য বিধি মেনে কাজ করার কারণে খনিতে কয়লা উত্তোলন কিছুটা বিঘ্ন ঘটেছে। কিন্তু শ্রমিক ও খনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা নিরাপদে রয়েছেন।

এমডি সাইফুল ইসলাম সরকার বলেন, আজ দুপুর থেকে করোনা বিধি নিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে আগামীকার রোববার নতুন বছর ২০২৩ সালের সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা খনির প্রধান ফটক দিয়ে বিনা বাধায় চলাচল করতে পারবেন।

বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেনের সঙ্গে আজ দুপুর আড়াইটার দিকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈশ্বিক করোনা মহামারি করোনা দেখা দেওয়ায় খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনের দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম গত ২০২০ সালের ২৬ মার্চ খনি লকডাউন ঘোষণা করে। এর ফলে এক্সএমসি-সিএমসি অধীনে কর্মরত ১ হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক সমস্যায় পড়ে যান। ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করে দেয়। এ অবস্থায় কাজে যোগদান ও বকেয়া বেতনভাতার দাবিতে খনি শ্রমিক ও আউটসোর্স কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশে, সড়ক অবরোধ শুরু করে আন্দোলনে যায়। পরে কঠোর বিধি নিষেধ আরোপ করে এক্সএমসি-সিএমসি পর্যায়ক্রমে গত ২০২০ সালের জুলাই-আগস্ট মাসে প্রায় সাড়ে ৪ শত শ্রমিক-কর্মচারীদের কাজে যোগদান করায়। তবে খনি কম্পাউন্ডের ভিতরে সার্বক্ষণিক এসব শ্রমিককে অবস্থান করতে হয়।

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক